রোববার   ০৫ জানুয়ারি ২০২৫   পৌষ ২১ ১৪৩১   ০৫ রজব ১৪৪৬

ট্রেনের ভেতর মহিলাকে পুড়িয়ে হত্যা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার


 
ব্রুকলিন সাবওয়ের ‘এফ’ ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যার অভিযোগে গুয়াতেমালা থেকে আসা একজন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। এর আগেও তার বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। কনি আইল্যান্ড স্টিলওয়েল এভিনিউ স্টেশনে ‘এফ ট্রেনে’ সকাল ৭:৩০ মিনিটে ঘটে যাওয়া বর্বর হত্যাকা- যাত্রী, এমটিএ কর্মী এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিসচকে হতবাক করে দেয়। পুলিশ কমিশনার বলেন, এই জঘন্য অপরাধ একজন নির্দোষ নিউ ইয়র্কারের জীবন কেড়ে নিয়েছে। টহলরত পুলিশরা  পোড়া গন্ধ পায় এবং ধোঁয়া দেখে, তারপর আগুনে জ্বলতে থাকা মহিলাকে খুঁজে পায়, কমিশনার বলেন। তাঁরা আগুন নিভিয়ে ফেললেও মহিলাটি ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাতপরিচয় মহিলাকে আগুনের শিখা গ্রাস করে ফেলেছিল।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গেছে যে সন্দেহভাজন ব্যক্তি বেঞ্চ থেকে নেমে খোলা পাতাল রেলের দরজায় হেঁটে যাচ্ছিল।  যেখানে সে মহিলাকে এক টুকরো পোশাক দিয়ে আগুন জ্বালাতে শুরু করে। অন্য ফুটেজে, পুলিশ সমবেত জনতাকে চিৎকার করে বলে,  কেউ কি কিছু দেখেছেন? কেউ কি কিছু দেখেছে? যখন পাতাল রেলের গাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল।
সন্দেহভাজন ব্যক্তি নির্লজ্জভাবে কাছের একটি বেঞ্চে বসেছিল যখন পুলিশরা চারপাশে জড়ো হয়েছিল। একজন অফিসার তার সাথে কথা বলার ঠিক আগে এক পর্যায়ে তার হুডটি টেনে নিয়েছিল। একটি ভয়ঙ্কর ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি ‘এফ ট্রেনে’র গাড়িতে মহিলাকে পুড়িয়ে মরতে দেখছে।
টিসচ বলেন, ‘যে অফিসাররা প্রতিক্রিয়া জানিয়েছিলেন তাদের অজান্তে, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন এবং ট্রেনের ঠিক বাইরে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন।
পুলিশ এগিয়ে এসে হেরাল্ড স্কয়ারে ট্রেন থামায়। তারপরে, তারা গাড়ি থেকে গাড়িতে যায় যতক্ষণ না তারা সন্দেহভাজনকে ওই ব্যক্তিকে খুঁজে পায় এবং তাকে গ্রেপ্তার করে।