রোববার   ০৫ জানুয়ারি ২০২৫   পৌষ ২১ ১৪৩১   ০৫ রজব ১৪৪৬

তীব্র ঠাণ্ডায় মারা যাচ্ছে গাজার শিশুরা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার

অবরুদ্ধ গাজা উপত্যকায় পড়েছে তীব্র শীত। ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে সেখানের পরিস্থিতি এখন চরম খারাপ। ঠান্ডার ওষুধ কিংবা কাপড় নেই সেখানকার শিশুদের।তীব্র ঠাণ্ডায় জমে মৃত্যু হচ্ছে শিশুদের।জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজ এ কথা জানিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তীব্র ঠাণ্ডার মধ্যে বাইরে থাকতে হচ্ছে শিশুদের। তাদের মাথার উপর ছাদ নেই। পর্যাপ্ত গরম কাপড় নেই। এমন ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেক শিশু।

ফিলিপ লাম বলেন, ‘কম্বল, ম্যাটসহ শীতের অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য গাজা সীমান্তে আটকে আছে। ইসরায়েলি অবরোধের কারণে সেগুলো ঢুকতে পারছে না।  

বৃহম্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শ বলেন, তীব্র ঠান্ডা তিনজন শিশুর মৃত্যু হয়েছে। তারা সববাই অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছিল।

তাদের মধ্যে খান ইউনিসের আল মাওয়াসির আশ্রয় শিবিরে মৃত্যু হয়েছে দুই সপ্তাহের সিলা মাহমুদের। এর আগে ২০ ডিসেম্বর আরেক নবজাতক আয়শা আদনানেরও তীব্র ঠাণ্ডায় মৃত্যু হয়েছিল।