রোববার   ০৫ জানুয়ারি ২০২৫   পৌষ ২১ ১৪৩১   ০৫ রজব ১৪৪৬

আটক মাটি ভর্তি ট্রাক ছেড়ে দিতে ওসিকে যুবদল নেতার চাপ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৮ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

চট্টগ্রামের পটিয়ায় ফসলি জমির টপসয়েল কেটে পাচারের সময় পটিয়া থানা পুলিশের সহায়তায় টপসয়েলসহ ট্রাক আটক করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানের সময় উপজেলার হাইদগাঁও সাতগাছিয়া এলাকায় একটি স্কেভেটর ও কয়েকটি ট্রাক পাওয়া যায়।

এ সময় মোহাম্মদ সুমন (৪২) নামের একজনকে মাটি ভর্তি ট্রাকসহ আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

তবে আটক ট্রাক ও পাচারকারীকে ছেড়ে দিতে পৌরসভার যুবদল নেতা ওসিকে চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, চালকরা পালিয়ে যাওয়ায় আরও কয়েকটি ট্রাক থানা হেফাজতে আনা সম্ভব হয়নি। তবে স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে। সেইসঙ্গে একটি মাটি ভর্তি ট্রাকসহ মাটি পাচারে জড়িত সুমনকে আটক করা হয়। পরে তাকে পটিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কারাদণ্ড প্রাপ্ত সুমন একই এলাকার মোহাম্মদ সৈয়দের পুত্র।
   
পটিয়া থানার ওসি জায়েদ নুর জানান, একটি চক্র থানার নাম ভাঙিয়ে রাতের আঁধারে টপসয়েল পাচার করছিল। বেশ কিছু দিন ধরে পটিয়ার নানা প্রান্ত থেকে এ ধরনের খবর পাওয়া যায়। রোববার রাতে পরিচালিত অভিযানে এর সত্যতা পাওয়া যায়। এ সময় মাটি পাচারের সঙ্গে জড়িত একজনকে হাতেনাতে ট্রাকসহ আটক করা হয়।

ট্রাক ও পাচারকারীকে ছেড়ে দিতে চাপ প্রয়োগের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক অফিসার উদ্দিন সোহেল ফোনে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিলেও সাড়া দেইনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পৌরসভা যুবদলের আহবায়ক আফসার উদ্দিন সোহেল বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

তিনি বলেন, মাটি ভর্তি ট্রাক বা এর সঙ্গে জড়িত আটক কাউকে ছেড়ে দিতে আমি চাপ প্রয়োগ বা ওসিকে ফোনই করিনি।