যুক্তরাষ্ট্রে এবার নাইটক্লাবের বাইরে গুলি, আহত ১০
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৭ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
নববর্ষের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান ‘সাইবার ট্রাক’ বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত হন চালক। এ দুই ঘটনার রেষ না কাটতেই এবার নিউইয়র্কে বন্দুক হামলা হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে নিউইয়র্ক সিটিতে একটি নাইটক্লাবের বাইরে বন্দুক হামলা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। খবর সিবিএস নিউজ ও আনাদোলু এজেন্সির।
এনওয়াইপিডি আরও বলেছে, কুইন্সের জ্যামাইকার পাশের আমাজুরা নাইটক্লাবের কাছে গুলি চালানো হয়েছিল। তবে এটি সন্ত্রাসী হামলা ছিল না।
আনুমানিক ৯০ জন নাইটক্লাবের ভেতরে ছিলেন। অন্য ১৫ জন বাইরে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় রাস্তায় হেঁটে যাওয়া চারজন লোক বন্দুক বের করে গুলি চালায়। তারা নাইটক্লাবের বাইরে অপেক্ষারত দলটির ওপর ৩০টি রাউন্ডের বেশি গুলি করে। এরপর একটি হালকা রঙের গাড়িতে করে পালিয়ে যায়। সব কিছু যেন চোখের পলকে ঘটে। আশপাশের লোকজন হামলাকারীদের গতিরোধের চেষ্টাও করতে পারেনি।
আহতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এনওয়াইপিডির একজন কর্মকর্তা বলেছেন, আহতদের আঘাত প্রাণঘাতী নয়। তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
এই অপরাধের জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
এনওয়াইপিডির চিফ অফ পেট্রোল ফিলিপ রিভেরা বলেন, সন্দেহভাজন ওই চারজনকে খুঁজছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। তখন ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় চালক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া এফবিআই বিস্ফোরণটির সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে। কর্মকর্তারা বলেছেন, অতি দ্রুত পেছনের কারণ খুঁজে বের করতে তারা তৎপরতা চালাচ্ছেন।
এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনো স্পষ্ট নয়। আমি জানি, সবাই এই শব্দটিতে আগ্রহী। আমরা চেষ্টা করছি।