সেকেন্ডে ১০০ গিগাবাইট ট্রান্সমিশন ক্ষমতা, স্টারলিংককে ছাড়িয়ে গে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০২ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
অতি উচ্চগতির (প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট) ট্রান্সমিশন ক্ষমতাসহ ষষ্ঠ জেনারেশন (6G) যগাযোগ উদ্ভাবনের পথ প্রশস্ত করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান।
এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ড জানিয়েছে, স্যাটেলাইট টু গ্রাউন্ড লেজার যগাযোগ স্থাপনের মাধ্যমে ৬জি উদ্ভাবন, আল্ট্রা-হাই-রেজোলিউশন রিমোট সেন্সিং এবং উন্নত স্যাটেলাইট পজিশনিং প্রযুক্তির দ্বার উন্মুক্ত করে স্টারলিংককে ছাড়িয়ে গেছে চীনের প্রতিষ্ঠানটি।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের 'চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি' গত সপ্তাহে একটি পরীক্ষায় ১০০ জিবিপিএস উচ্চগতির ডেটা ট্রান্সমিশন ক্ষমতা অর্জন করেছে। এই অর্জন আগের রেকর্ডের চেয়ে ১০ গুণ দ্রুত।
প্রতিষ্ঠানটির লেজার কমিউনিকেশন গ্রাউন্ড স্টেশনের প্রধান ওয়াং হ্যাংহাং বলেন, এই অগ্রগতি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ কোম্পানি স্টারলিংকের চেয়ে চ্যাং গুয়াং স্যাটেলাইটকে এগিয়ে রেখেছে।
তিনি বলেন, আমরা মনে করি তাদের কাছে প্রযুক্তি থাকতে পারে, তবে আমরা ইতিমধ্যে বড় আকারের প্রকল্প শুরু করেছি।
২০২৭ সালের মধ্যে সব স্যাটেলাইটকে লেজার কমিউনিকেশন ইউনিট দিয়ে সজ্জিত করার লক্ষ্যও নিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়াং হ্যাংহাং বলেন, পঞ্চম প্রজন্মের চেয়ে চেয়ে অনেক দ্রুত পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ৬জি ডিজাইন করা হয়েছে, যেটি প্রতি সেকেন্ডে এক টেরাবাইটের বেশি গতিসম্পন্ন। এর লক্ষ্য টেরাহার্জ রেঞ্জের মতো উচ্চতর ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহার করে স্থল, বায়ু এবং মহাকাশে নেটওয়ার্কগুলিকে একত্রিত করে বিশ্বব্যাপী কভারেজ সরবরাহ করা।