ব্যাপক বিতর্কের মুখে নিউইয়র্ক বইমেলা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৭ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
- ৭১’র চেতনাতেই মেলা অনুষ্ঠিত হবে: ড. নবী
- মেলা সবার জন্য উন্মুক্ত: ডা. জিয়া
নিউইয়র্কে মুক্তধারার বইমেলা নিয়ে এবার শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। জুলাই-আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানকে সর্মথন এবং বিরোধিতাকে কেন্দ্র করে এই প্রবাসে বুদ্ধিজীবীদের মধ্যে যে বিভাজন ও বিতর্কের সৃষ্টি হয়েছে তারই প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে বইমেলাকে নিয়ে। আওয়ামী লীগ সমর্থকরা গন অভ্যুত্থানকে সর্মথনকারীদের জামায়াত ও রাজাকার হিসেবে অভিহিত করছেন। তারা বইমেলাকে এদের থেকে মুক্ত রাখার দাবি তুলেছেন। অন্যরা বলছেন, বইমেলা রাজনীতির স্থান নয়। ফ্যাসিবাদের দোসররা বইমেলাকে দলীয় আখড়ায় পরিণত করতে চাইছে। এমন হলে পাল্টা বইমেলারও আয়োজন হতে পারে। এই বিতর্কে ঝাঁপিয়ে পড়েছেন প্রবাসেরই কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মি ও সাংবাদিকদের কেউ কেউ। বিতর্ক সোশ্যাল মিডিয়া থেকে চায়ের টেবিল ও কবি সাহিত্যিকদের আড্ডাকে ঝড় তুলছে। বিভাজিত রাজনীতির মোড়কে শাড়ির আঁচলে বেধে যাচ্ছে বইমেলা। কে কাকে রুখবেন? কে কাকে বয়কট করবেন? বইমেলাতেও মুখোমুখি দাঁড় করানো হয়েছে ২৪’র ছাত্রজনতার আন্দোলন বনাম একাত্তর ও বঙ্গবন্ধুর চেতনা। কমিউিনিটিতে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন মনজুর আহমদ, হাসান ফেরদৌস ও ড.আবেদীন কাদেরের মতো গুণীজনদের নাম ধরে তাদেরকে বয়কটের হুমকি দেয়া হচ্ছে। চেতনার দোহাই দিয়ে ফ্যাসিবাদের ন্যায় আস্ফালন করা হচ্ছে। অথচ যারা এই কাজটি করছেন তারাও কমিউনিটির সিনিয়র ও সম্মানিত ব্যক্তি। ২৪’র আন্দোলনে সর্মথনকারিদের বলা হচ্ছে রাজাকার। তাদের প্রতিরোধ করার আহবান জানানো হচ্ছে। অপর পক্ষে বলা হচ্ছে, ফ্যাসিবাদের সর্মথনকারিরাই ২৪’র রাজাকার। বিতর্কে জড়িয়ে পড়েছেন সাংস্কৃতিক সংগঠক অ্যানি ফেরদৌস, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও আরজু জি এইচ সহ অনেকেই।
আগামী ২৩-২৬ মে মুক্তধারার আর্ন্তজাতিক বাংলা বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে। এটি মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩৩তম বইমেলা। গত শুক্রবার ২৭ ডিসেম্বর ফাউন্ডেশনের সভায় বইমেলা ২০২৫ এর আহবায়ক নির্বাচিত হয়েছেন রোকেয়া হায়দার। এরই মধ্যে বিতর্কের ঝান্ডা উড়ানো হলো।
মুক্তধারা ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান ড. নূরুন নবী। বইমেলা নিয়ে বিতর্ক হচ্ছে কেন জানতে চাইলে তিনি আজকালকে বলেন, বিতর্ক হচ্ছে না। বিতর্ক তৈরি করা হচ্ছে। সমাজে সব জায়গাই ভাগ হয়ে যাচ্ছে। ইউনূস ভারসেস ৭১’র মুক্তিযুদ্ধ। বইমেলা নিয়ে অনেকেই রেড ফ্লাগ তুলছেন। বইমেলা কার পক্ষে যাবে? বঙ্গবন্ধু ও ৭১’র পক্ষে থাকবে নাকি ২৪’র আগষ্টের দিকে যাবে। আমি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বলতে চাই , অতীতে এই বইমেলা বঙ্গবন্ধু ও ৭১ এর চেতনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারও সেভাবে হবে। এই চেতনাকে অস্বীকার যারা করেন তারা যেন বইমেলার লিডারশীপে না আসেন।
‘২০২৪ এর বিপ্লবে বিশ্বাসীরা বইমেলাকে দলীয়করণের বিরোধিতা করছেন। এটাকে একটি অরাজনৈতিক, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে আয়োজন করা যায় কিনা?’ জবাবে জনাব নবী বলেন, ৭১ এ বিশ্বাসী যে কেউ এর নেতৃত্বে আসতে পারেন। আমাদের কমিটি রয়েছে। তারা এমন কাউকে যোগ্য পেলে লিডারশীপ নেবার প্রস্তাব দিতে পারেন। আর ’২৪ এর চেতনায় বিশ্বাসীরা চাইলে আরেকটি বইমেলা করতে পারেন। এটাতো মুক্তধারার বইমেলা।
ড.জিয়াউদ্দীন আহমেদ উত্তর আমেরিকার এই বইমেলার সাথে ৩০ বছরের অধিক সময় ধরে জড়িত। আজকালের প্রশ্নের জবাবে তিনি বলেন, বইমেলায় রাজনীতি করার স্থান নেই। আমরা প্রোগ্রামগুলো সাজাই সাহিত্য ও সংস্কৃতির মননশীলতা নিয়ে। রাজনীতি নিয়ে নয়। আর বিতর্কের কথা বলছেন, বাংলাদেশে যা ঘটছে তার প্রভাব তো প্রবাসেও পড়ছে। তবে সেই বিভাজনের নেতিবাচক প্রভাব বইমেলায় পড়–ক তা চাইবো না। বইমেলায় সব মত ও পথের সম্মিলন হয়। এই বইমেলায় জামায়াত সমর্থিতদের বইও স্থান পায়। বইমেলা সবার জন্য উন্মুক্ত। আর এটাকে বাধা দিলে বইমেলা ভেঙে যাবে। তা আমরা হতে দেব না।
প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদের কাছে প্রশ্ন ছিল কেমন বইমেলা আপনি চান? কেন এবার বিতর্ক উঠছে? জবাবে তিনি বলেন, আমি সবসময়ই মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন আপোষ নেই। নিউইয়র্কের বইমেলা সবার জন্যই উন্মুক্ত। এটিকে একপক্ষীয় চিন্তায় আবদ্ধ করা যাবে না। এতে নানা মতের সমাবেশ ঘটে। এবারও বইমেলা সবার মিলনমেলায় পরিণত হোক তাই চাই।
মুক্তধারার কর্ণধারা বিশ্বজিৎ সাহা। বইমেলার অগ্রযাত্রা তার হাত ধরেই। কথা হচ্ছিল তার সাথে। তিনি বইমেলা প্রসঙ্গে আজকালকে বলেন, বইমেলা নিয়ে যারা বিতর্ক করছেন তারা তো বইমেলার কেউ নন। এতে কে আসবে আর কে আসতে পারবে না এমন চেতনা ও নান্দনিকতায় বইমেলা হয় না। নিউইয়র্কের বইমেলা রাজনৈতিক কোন প্লাটফর্ম নয়। এটি বাংলা সংস্কৃতি চর্চার জায়গাটি তৈরি করছে। এবার রোকেয়া হায়দারের নেতৃত্বে বইমেলা আরও সুন্দর ও সার্বজনীন হবে। স্মৃতিভদ্র ও এ্যানি ফেরদৌস সহ অনেকেই যারা এ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের সাথে বইমেলার সম্পর্ক কি? তারা তাদের চিন্তার কথা বলছেন। তাদের কথা তো মুক্তধারা ফাউন্ডেশন বা বইমেলার আয়োজকদের কথা নয়।
বইমেলা নিয়ে বিতর্কের সূচনা টরন্টো প্রবাসী রেজা অনিরুদ্ধের একটি ফেসবুক পোস্ট থেকে।। তিনি ড.নূরুন নবী ও নিউইয়র্কের বইমেলা নিয়ে মন্তব্য করেন। সোশাল মিডিয়ায় তার পোষ্টের পর প্রতিক্রিয়া দেখান বাচিক শিল্পী আরজু জি এইচ। তিনি বাংলাদেশের ছাত্র-গণ অভ্যূত্থানের সমর্থনকারী প্রবাসীদের প্রতি ইঙ্গিত করে লেখেন, ‘এদেরকে ইগনোর করা যাবে না। পাল্টা আঘাত করতে হবে’। তিনি আরো লেখেন, ‘রাজাকার ও তাদের আন্ডাবাচ্চাগুলিকে উৎখাত না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না’।
তার এই স্ট্যাটাসের পর প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ লিখেছেন, দেশ থেকে হাসিনার পলায়নের আগের দিন আওয়ামী লীগ দেশব্যাপী প্রতিরোধ দিবস ডেকেছিল। প্রতিরোধের স্বপ্নে বিভোর হয়ে কত শ্লোগান সেদিন তারা দিয়েছিল। ‘দিকে দিকে খবর দে, এক দফার কবর দে’ এমনি আরো কত। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেদিন রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তারপর কি হলো? রাজপথে ওদের কাউকে দেখা যায়নি। গণরোষ থেকে আত্মরক্ষা করতে সবাই পালিয়ে বেঁচেছে। সে দিনটি তো আজ ইতিহাস।
বইমেলা নিয়ে কবি কাজী জহিরুল ইসলামের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি আজকালকে বলেন, মুক্তধারা দীর্ঘদিন ধরে বইমেলা করে আসছে। এ বইমেলা সবার বইমেলা। এখন এটি যদি মহল বিশেষ কুক্ষিগত করে ফেলে তবে আরও একটি বইমেলা করা যায় কিনা তা নিয়ে অনেকেই মতামত ব্যক্ত করেছেন। আমার মতে, তা হতে পারে। তবে তা যেন মুক্তধারার সাথে সাংঘর্ষিক না হয়। সেটা অন্য নামে উইন্টার বইমেলা কিংবা লেখকের বইমেলা হতে পারে। তবে মুক্তধারার বইমেলা আওয়ামী লীগের বইমেলা বা দলীয় বইমেলায় পরিণত হলে বিকল্প ও সার্বজনীন বইমেলা হওয়া তো সময়ের দাবী হয়ে উঠবে।
রেখা আহমেদ নাট্য অঙ্গনের একজন আইকন। লেখিকা ও অভিনয় শিল্পী। বইমেলা বিতর্ক নিয়ে তিনি অনুভূতি ব্যক্ত করেছেন। ‘বইমেলা তুমি কার’ প্রশ্ন তুলে তিনি লিখেছেন, নিউইয়র্কে ২৪ বছরের বসবাসে দেখে আসছি বই মেলা ‘মুক্তধারা’র। পেছনে সর্বদাই সক্রিয় একজন উদ্যমী মানুষ, বিশ্বজিৎ সাহা। মুক্তধারা থেকে এখন বৃহৎ পরিসরে ‘মুক্তধারা ফাউন্ডেশন’। দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশন বইমেলার আয়োজন করে আসছে। এই মেলা পরিচিতি পেয়েছে সবার মিলন মেলা হিসেবে। আমরা কমিউনিটির সাধারণ মানুষ দলে দলে মেলায় যাই। বহু পরিচিতজনের সাথে মিলিত হই। সৌহার্দ্য বিনিময় করি। মেলা কর্তৃপক্ষ যে সব অনুষ্ঠান দিয়ে মেলা সাজান সেগুলি উপভোগ করি। কোনদিন তো প্রশ্ন তুলিনি কে কোন মতাবলম্বীর, কে কোন চিন্তা-চেতনার। সব মানুষের জন্যই তো খোলা থেকেছে বইমেলার দরজা। হঠাৎ এখন এত কথা কেন বই মেলা নিয়ে?
কবি ও সাংবাদিক দর্পন কবির। মুক্তধারার বইমেলার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দীর্ঘদিন ধরে তিনি জড়িত। তিনি বলেছেন, নিউইয়র্ক বইমেলা যেন ‘আওয়ামীকরণ’ না হয়ে যায়! একটি গ্রুপ সে চেষ্টাই করছে। বইমেলা হোক সবার। তবে যারা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী, দলদাস বা পক্ষপাতদুষ্ট, জুলাই বিপ্লবের বিরোধী তারা যেন মঞ্চের নিয়ন্ত্রক হতে না পারে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারে। এ ব্যাপারে আয়োজকদের কঠোর ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি। ‘মুক্তিযুদ্ধের চেতনা’ একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ নয়। এই চেতনা সকল প্রবাসীর মধ্যেই অটুট। জামাত শিবির ছাড়া ‘মুক্তিযুদ্ধ’ সকলের অহংকার। ‘মুক্তিযুদ্ধের চেতনা’ কব্জাগত করে রাখার প্রবণতা যাদের, তারা বইমেলাকে যেন ব্যবহার করতে না পারে, এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকা দরকার। জুলাই বিপ্লবের সময় মানুষ হত্যার পক্ষে যারা ছিল এবং এখনো আছে, তারা অবশ্যই রাজাকার।
কবি ও সাংবাদিক এইচ বি রিতা বলেছেন, বাংলাদেশ সবার। জয়বাংলা শ্লোগানও সবার। মুক্তিযুদ্ধের ইতিহাস সবার অস্তিত্ব। মুক্তিযোদ্ধারা সবার গর্ব। কাজেই 'জয়বাংলা' আর 'মুক্তিযুদ্ধের চেতনা'কে দলীয়করণ করা না হোক। 'রাজাকার' শব্দের অর্থ জেনেছি বড়দেও কাছ থেকে। জামায়েত ইসলামি এই শব্দের প্রয়োগ করেছে ৭১' এ বাংলাদেশের জনগনকে হত্যা করতে। পাকিদের সাহায্য ও সমর্থন করতে। সেই অর্থে ২৪ এর বিপ্নবে যারা হাসিনার গণহত্যাকে বৈধতা দিয়েছেন, সমর্থন করেছেন, নীরবে গুটি চেলেছ্নে, তারা কারা? অবশ্যই ’ ২৪ এর রাজাকার।
একাত্তরের প্রহরীর পক্ষে স্মৃতি ভদ্র সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘মুক্তধারা এবং নিউইয়র্ক বইমেলা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ’ করছি। প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারনণ করে অত্যন্ত সাফল্যের সাথে বইমেলার আয়োজন করার জন্য। আমরা অসংখ্য লেখক, পাঠক ও বইপ্রেমী সবকিছু বাদ দিয়ে এই মেলার সাথে যুক্ত থাকি। এমনকি প্রতিনিয়ত যুক্ত হচ্ছি। নিশ্চিত করে বলা যায় নিউইয়র্ক বইমেলা প্রবাসে অসংখ্য লেখক তৈরিতে, পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। তবে এবারের আসন্ন নিউইয়র্ক বইমেলা সম্পুর্ন ভিন্ন পরিস্থিতিতে আয়োজিত হতে যাচ্ছে। ২৪ এর অভ্যুত্থানের পর কিছু মানুষের মধ্যে অদ্ভুত একটা প্রবণতা দেখা দিয়েছে তা হলো, মুক্তিযুদ্ধকে অবমূল্যায়নের নিরন্তর প্রচেষ্টা। তারা নানাভাবে বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছেন ক্রমাগত। একটি উদাহরণ দিলেই বুঝতে সুবিধা হবে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবীকে নিয়ে ‘আজীবন মুক্তিযোদ্ধা মাই ফুট’ এ ধরণের নগ্ন ঔদ্ধ্যতপূর্ণ বাক্য ব্যবহার করছেন কেউ নির্দ্বিধায়। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের নাম বিকৃত করে নানাভাবে উপহাস করে নিজেদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকে প্রকট করছেন তারা বারবার। তাই নিউইয়র্ক বইমেলার আয়োজকদের নিকট বিনীত আহ্বান জানাই, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নিউইয়র্ক বইমেলার চিরন্তন রূপের যেন এ বছর কোনো ব্যত্যয় না হয়। নিউইয়র্ক বইমেলা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কবি সাহিত্যিক এবং পাঠকদের মিলনমেলার একটি অবারিত প্রাঙ্গণ হয়ে উঠবে এবার-এই প্রত্যাশা রাখি। আশা করি আমাদের এই আহ্বান আপনারা বিবেচনায় রাখবেন।
তাকে সর্মথন করে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, বইমেলার ওপর ভরসা রাখতে না পারলে একে বর্জন করে অনুরূপ আরেকটি সমাবেশ করা যেতে পারে।
সাংবাদিক ও লেখিকা ফরিদা ইয়াসমীন বলেছেন, কিছু ফেসবুক ব্যবহারকারী এখন থেকেই আসন্ন বইমেলাকে নিয়ে দল পাকানোর চেষ্টা করছে। তারা ২৪ এর আন্দোলনকারীদের রাজাকার বলছে। ২৪’র রক্তাক্ত আন্দোলনে আমাদের সন্তানতুল্য যেসব ছেলে মেয়েরা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা যারা তাদেরকে সমর্থন করেছি, তাদের মৃত্যুতে ব্যথিত হয়েছি, তাদেরকেই রাজাকার বলে ডাকছে এবং বলছে বইমেলায় তাদেরকে প্রতিহত করা হবে। প্রবাসের শান্তিপূর্ণ সহাবস্থানকে তারা প্রশ্নবিদ্ধ করছে। তারা অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে।
সাংস্কৃতিক কর্মি গোপান সাহা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মুক্তধারা বইমেলা মুক্তধারা তথা অভিবাসী বাঙালীর মননের মেলা। কোন রাজাকার, রাজাকার শাবক, প্রগতি ও মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তিদের সংশ্লিষ্টতা এখানে দেখতে চাই না। ২৪ কিন্তু আমাদের চুপারুস্তম রাজাকার চিনিয়েছে। এই রাজাকার থেকে সাবধান।
প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক প্রবাসী বাংলাদেশি বলেন, ২৪’র ছাত্র আন্দোলনকে বির্তকিত করতে সুকৌশলে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে। গত ১৫ বছরের ফ্যাসিবাদের বিরোধিতা মানে ৭১ ও বঙ্গবন্ধুকে অস্বীকার করা নয়। হাসিনার ফ্যাসিবাদ বিরোধী লড়াই মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা নয়। আর নিউইয়র্কের বইমেলায় বিষয়টি টেনে আনার চেষ্টা অসৎ, মতলবাজ ও হতাশাগ্রস্তদের আর্তনাদ ছাড়া কিছুই না।