বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫   পৌষ ২৪ ১৪৩১   ০৮ রজব ১৪৪৬

নববর্ষের ম্যাসাকার

ট্রাম্প দুষলেন অভিবাসীদের

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৬ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার


 
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় গতকাল পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫ জন। ফ্রেঞ্চ কোয়ার্টার পার্টি এলাকার বুরবোন স্ট্রিটে গত বুধবার স্থানীয় সময় রাত সোয়া তিনটার দিকে এ হামলার  ঘটনা ঘটে। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই একে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে। নিউ অরলেন্স শহরের এই স্থানটি নাইটলাইফের জন্য বেশ প্রসিদ্ধ। ঘটনার সময় ফ্রেঞ্চ কোয়ার্টারে রাস্তাটি নববর্ষ উদযাপনকারী পর্যটক ও স্থানীয়দের দিয়ে পূর্ণ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছেন। এ সময় তিনি নিহতদের পরিবার, আহত এবং নিউ অরলেন্সের শোকগ্রস্ত মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি জানিয়েছেন যে, হামলার কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছিলেন, যেখানে তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে হত্যার কথা বলেছেন। তিনি আরো বলেন, নিউ অরলেন্সের আক্রমণ লাস ভেগাসের ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত কী-না সেটাও তদন্ত করা হচ্ছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলা নিয়ে লিখেছেন: ‘যখন আমি বলেছিলাম, আমাদের দেশে আসা অপরাধীরা আমাদের দেশের অপরাধীদের চেয়েও খারাপ, তখন ডেমোক্র্যাটরা এবং ভুয়া সংবাদ মাধ্যম এই কথাটি বারবার অস্বীকার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটাই সত্য বলে প্রমাণিত হয়েছে। আমাদের দেশে অপরাধের হার এমন এক স্তরে পৌঁছেছে যা আগে কেউ দেখেনি’।
এফবিআই জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী সামসুদ্দিন জব্বার। যিনি জন্মসূত্রে একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী সিবিএস নিউজকে জানায়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচ- গতিতে পিকআপ তুলে দেয় এবং ট্রাক থেকে নেমে গুলি করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পুলিশ সঙ্গে গোলাগুলি চলাকালে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
আহতদের মধ্যে দু'জন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা সন্দেহভাজন ব্যক্তির গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে এফবিআই। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কী-না বা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কী-না, তা তদন্ত করা হচ্ছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের খবরে জানিয়েছে, ওই পিকআপটি থেকে আগ্নেয়াস্ত্র এবং পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।

লুইজিয়ানা স্টেট পুলিশের বরাতে এপি জানায়, এগুলো কুলারের ভেতরে লুকানো ছিল এবং রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য তারের সাথে সংযুক্ত ছিল। সেখান থেকে একটি রিমোট কন্ট্রোলও পাওয়া যায়। পরে সেগুলো নিষ্কিয় করা হয়। কর্তৃপক্ষ তদন্ত করছে, জব্বার একা এই হামলা চালিয়েছেন নাকি কেউ তাকে সহায়তা করেছে। সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ধারণা হামলাকারী একা ছিলেন না।
তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বোঝার চেষ্টা করছেন যে কেউ এই ডিভাইসগুলো স্থাপন করতে সাহায্য করেছে কিনা।
এফবিআই জানিয়েছে যে, সাদা ফোর্ড এফ-১৫০ লাইটনিং মডেলের পিকআপটি ভাড়া করা বলে মনে হচ্ছে এবং এটি কীভাবে জব্বারের হাতে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পিকআপটির সামনের অংশে পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্বার নিউ অরলেন্সে একটি এয়ারবিএনবি ভাড়া করেছিলেন। বুধবার সেখানে আগুন লাগে, তবে এই হামলার সাথে এই আগুন লাগার ঘটনা সম্পর্কিত কী-না তা স্পষ্ট নয়।
তারা আরও জানিয়েছে, নিউ অরলেন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় যেখানে হামলা হয়েছিল সেখানে সম্ভাব্য ইম্প্রোভাইজড বিস্ফোরক পাওয়া গিয়েছে।
এদিকে, এই হামলার কয়েক ঘণ্টা পরে, যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে ট্রাম্প হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়, এতে চালক নিহত হন এবং সাতজন আহত হন।
প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এই বিস্ফোরণের সঙ্গে নিউ অরলেন্সে ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কী-না, তবে "এই মুহূর্তে জানাবার মতো কিছু তথ্য মেলেনি।"
হুইট ডেভিস বিবিসিকে বলেন, আমরা সন্ধ্যার পর থেকে বোর্বন স্ট্রিটের একটি পানশালায় ছিলাম। প্রথমে আমরা গুলি বা গাড়ি ধাক্কার কোন শব্দ শুনিনি কারণ তখন খুব জোরে গান বাজছিল, হঠাৎ দেখি মানুষজন ছোটাছুটি করছে এবং টেবিলের নিচে লুকাচ্ছে। মনে হলো কেউ হয়তো এলোপাতারি গুলি চালাচ্ছে।

পুলিশ পরে তাদেরকে ওই পানশালার ভেতরেই আটকে রাখে এবং যখন তারা বের হন। দেখতে পান রাস্তায় হতাহতের দেহগুলো পড়ে আছে। সবাই পুরোপুরি হতবাক হয়ে পড়েছিল। আমি প্রায়ই নিউ অরলেন্সে যাই এবং এর আগে কখনও এত ভয়াবহ কিছু দেখিনি।
নিউ অরলেন্সে ঘটনাস্থলের কাছাকাছি কাজ করা একজন হোটেল কর্মচারী বলেছেন, তিনি স্থানীয় সময় রাত তিনটা ২০ এর ঠিক আগে জোরে শব্দ শুনতে পান।।
এফবিআই আগেই বলেছিল যে তারা ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইস পেয়েছে এবং এগুলো "সক্রিয়" কিনা তা পরীক্ষা করছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের অনেক ভিডিওগুলোতে বহু মানুষকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অনেক ভিডিওতে গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় মানুষ দৌড়ে পালাচ্ছে।