জানুয়ারির শেষে ট্যাক্স ফাইলিং দাখিল শুরু
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৮ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের
দিন, মাস, বছর শেষে ক্যালেন্ডার ঘুরে ২০২৫ সালের যাত্রা শুরু হলো। শীঘ্রই গত বছরের জন্য ট্যাক্স রিটার্ন দাখিল শুরু হতে যাচ্ছে। আইআরএস কর্তৃপক্ষ এবার এখনো ট্যাক্স ফাইল শুরু করার তারিখ ঘোষণা করেননি। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই ফাইলিং শুরুর দিনটি জানানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার ২০২৫ সালের জন্য ট্যাক্স কোডে কয়েকটি পরিবর্তন হবে যা আমেরিকানদের জানতে হবে এবং লক্ষ লক্ষ মানুষ জানতে পারবেন তাদের কখন ট্যাক্স ফাইল করতে হবে। এবার থাকতে পারে বেশকিছু আকর্ষণিয় বিষয়।
সিপিএ সারওয়ার চৌধুরী নতুন বছরের ট্যাক্স ফাইল নিয়ে গতকাল বৃহস্পতিবার ‘আজকাল’কে বলেন, আইআরএস কর্তৃপক্ষ ‘পিন’ পাঠালে তারপর ফাইল শুরু করতে হবে। এজন্য অপেক্ষা করতে হবে। ‘পিন’ না আসলে আইআরএস’কে ফোন করে পিনটি সংগ্রহ করা যাবে। তারপর ফাইল করতে হবে। এবার বড় ধরনের কোন পরিবর্তন আসছে না। জানুয়ারির শেষ সপ্তাহে ট্যাক্স ফাইল করার তারিখ ঘোষণা করা হতে পারে বলে তিনি জানিয়েছেন। সিপিএ সারওয়ার চৌধুরী আরও বলেন, কোনভাবেই তাড়াহুড়ো করা যাবে না। ভুলে স্টক মার্কেট বা কোন ব্যবসার একটি ডকুমেন্ট বাদ পড়লে আইআরএস ব্লক করে দিতে পারে। আইআরএস এখন ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে। এবার চাইল ক্রেডিটেও কোন পরিবর্তন আসছে না। ই-ফাইল করার পরামর্শ দিয়ে তিনি জানান, কোন ফাইলিংয়ে ভুল করলে চলবে না। অত্যন্ত সতর্কভাবে অভিজ্ঞ সিপিএ দিয়ে ফাইলিং করার পরামর্শ দিয়েছেন তিনি।
সিপিএ মোহাম্মদ চিশতি গতকাল বৃহস্পতিবার ‘আজকালকে’ ফোনে বলেন, তাড়াহুড়ো করার কোন কারণ নেই। এখনো অনেক সময় আছে। এরমধ্যে কোথায় কোথায় ‘ডাব্লিউ ট’ু বা ‘টেন নাইন্টি নাইন’ পেমেন্ট পেয়েছেন এমন সঠিক সব ডকুমেন্ট নিয়ে একজন অভিজ্ঞ সিপিএ’র সাথে যোগাযোগ করা দরকার। তা হলে যে কোন ভুলের ঝুঁকি এড়ানো সম্ভব হবে। ট্যাক্স ফাইলিংয়ে এবার বড় ধরনের কোন পরিবর্তন আসছে না বলেও জানিয়েছেন সিপিএ মোহাম্মদ চিশতি।
সিপিএ দেবব্রত চক্রবর্তী ‘আজকাল’কে বলেন, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করা যেতে পারে। আইআরএস যাতে কোন ভুল ধরতে না পারে সেজন্য অত্যন্ত সতর্কভাবে, অনেকটা ধিরে ফাইলের কাজটি করতে হবে। গত বছরের সব ডকুমেন্ট নিয়ে ফাইল করলে ভুলের ঝুঁকি থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইআরএস এখনও ঘোষণা করেনি যে কখন ট্যাক্স রিটার্ন ফাইলিং শুরু করতে হবে। যদিও সাধারণত সেই তারিখটি জানুয়ারির শেষে হয়ে থাকে। সেই তারিখের আগে, আইআরএস করদাতাদের তাদের রিটার্ন প্রস্তুত করার অনুমতি দেওয়ার জন্য কর সফ্টওয়্যারটি খুলবে এবং সংস্থাটি এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়তা করার জন্য একটি তালিকাও প্রকাশ করেছে।
এই বছরের করের সময়সীমা কখন? আইআরএস-এর মতে, এই বছরে ১৫ই এপ্রিল তাদের ঐতিহ্যবাহী তারিখের মধ্যে কর দিতে হবে। সেই তারিখে হস্তক্ষেপ করার জন্য কোনও ছুটির দিন থাকবে না। আইআরএস-এর মতে, করদাতারা যারা রিফান্ডের জন্য যোগ্য তারা সাধারণত সরাসরি আমানত ব্যবহার করলে ফাইলিংয়ের ২১ দিনের মধ্যে তা গ্রহণ করে, যারা কাগজের রিটার্ন দিয়ে ফাইল করে তাদের জন্য আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
আইআরএস দ্বারা অতিরিক্ত পর্যালোচনার প্রয়োজন এমন আইটেমগুলিসহ বেশ কয়েকটি জিনিস রয়েছে যা রিফান্ড বিলম্বিত করতে পারে। যে সমস্ত করদাতারা আর্নেড ইনকাম ট্যাক্স ক্রেডিট বা অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট দাবি করেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত টাকা ফেরত পাবেন না, কারণ সেই রিটার্নের ওপর অতিরিক্ত নজরদারি করতে হয়।
২০২৫ সালে আসা একটি বড় পরিবর্তন হল অনলাইন মার্কেটপ্লেস বা ভেনমো, জেল, গুগল ওয়ালেট এবং অন্যান্য পরিষেবার মতো পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে ৫,০০০ ডলার বা তার বেশি প্রাপ্ত করদাতাদের জন্য ফর্ম ১০৯৯-কে নামে একটি ফর্ম জারি করা হচ্ছে। আইআরএস-এর মতে, এই ধরনের সাইটের মাধ্যমে প্রাপ্ত সমস্ত আয় করযোগ্য, তা ৫,০০০ ডলারের সীমা অতিক্রম করুক বা না করুক এবং করদাতাদের সেই আয়ের ফর্মটি পেয়েছে কি না তা জানাতে হবে।