সিসিইউতে ভর্তি অভিনেতা ফারহান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:৫১ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রোববার
থাকার কথা ছিল লাইট-ক্যামেরার সামনে। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মুসফিক আর ফারহান। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উত্তরার নিজ বাসায় শারীরিক অসুস্থতা অনুভব করেন এই অভিনেতা। বিষয়টি ঘনিষ্ঠজনদের জানালে প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে রাজধানীর কল্যাণপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় ফারহানকে।
এরপর একাধিক সূত্র থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়, ফারহানকে সিসিইউতে রাখা হয়েছে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে অভিনেতার শারীরিক অবস্থার কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে নাটকের তুমুল জনপ্রিয় এই অভিনেতার অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত ভক্তরা। প্রিয় তারকার সুস্থতা কামনা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
জানা যায়, ফারহান ও সাফা কবিরের শনিবার (৪ জানুয়ারি) থেকে জয়দেবপুরে একটি নাটকের শুটিং করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের আগের রাতেই হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।