গাজায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৭ এএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল।তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনের এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় ৮১৫টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫১টি মসজিদ। এ ছাড়া ১৯টি কবরস্থান ও তিনটি গির্জায় ধ্বংস হয়ে গেছে।
এই সময় পশ্চিমতীরে ২৫৬টি অভিযানের ঘটনা ঘটেছে। আল-আকসায় প্রবেশ করেছে ২৫৬৭ জন অবৈধ সেটেলার। সেখানকার ২০টি মসজিদেও হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী।
সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ছাড়িয়েছে এক লাখ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।