ফিলিস্তিনে ১ হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৯ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে গত বছরে প্রায় এক হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষ। ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৮১৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস এবং ১৫১টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরের ২০টি মসজিদেও হামলার ঘটনা নথিভুক্ত করেছে মন্ত্রণালয়।
ইসরায়েলের এ নৃশংসতাকে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষ গাজার জনগণের ওপর জঘন্য গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। গাজা ছাড়াও দখলকৃত পশ্চিম তীরে মসজিদ ও ইসলামি স্থাপনায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ২০২৪ সালে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা ২৫৬ বার আল-আকসা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করেছে। গত ডিসেম্বরের ২৫ থেকে ২ জানুয়ারি পর্যন্ত হানুকা উৎসব উদযাপনের নাম করে আড়াই হাজার অবৈধ বসতি স্থাপনকারী মসজিদের পবিত্র চত্বরে প্রবেশ করে, যা আন্তর্জাতিক নিয়ম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত।
ইসরায়েলের এই আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এ ছাড়াও গাজার ওপর চালানো গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) একটি মামলাও চলছে। ইসলামের পবিত্র স্থানগুলোতে এ ধরনের হামলা মুসলিম বিশ্বের জন্য একটি গভীর আঘাত। মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি।
সূত্র : আনাদুলু এজেন্সি