শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫   পৌষ ২৬ ১৪৩১   ১০ রজব ১৪৪৬

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১১ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে একদল চিকিৎসক তার চিকিৎসা করছেন।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক বলেন, হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু টেস্ট করা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। কাল থেকে তার যথাযথ চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর টার্মিনালে খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। সেখানে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।

পরে বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান।