বাংলাদেশ সোসাইটি কিনবে নতুন ভবন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৪ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যকরী পরিষদের সভায় বাংলাদেশিদের জন্য নতুন বাংলাদেশ সেন্টার বা ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি। এছাড়া যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন, আগামী রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনেরও সিদ্ধান্ত হয়। গত ৫ জানুয়ারি বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির নতুন সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, মুনসুর আহমদ ও হাছান খান।
সভা শুরু হয় সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এ সময় সোসাইটির সর্বাঙ্গিক মঙ্গল কামনায় এবং প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সেন্টার/বাংলাদেশ ভবন কেনা হবে। প্রকল্পটি কুইন্স এলাকায় বাস্তবায়নের বিষয়েও সিদ্ধান্ত হয়। বর্তমান কার্যকরী পরিষদ এই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। তাই শিগগিরই একটি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে বিশেষ ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভবন ক্রয়ের বিষয়ে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ থেকে সহযোগিতা নেওয়ার ব্যাপারেও সভায় আলোচনা হয়।
এছাড়া যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান আয়োজনের জন্য সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ানকে আহবায়ক, সাংগঠনিক সম্পাদক ডিউক খানকে সদস্য সচিব এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দীকে প্রধান সমন্বয় করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হাসান (জিলানী) ও সমন্বয়কারী হাছান খান। এতে চিত্রাংকন, কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিবছরের মতো 'অক্ষর' নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে।
রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ রোববার নিউইয়র্কের জয়া হলে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এজন্য সহ-সভাপতি কামরুজ্জামান কামরুলকে আহবায়ক, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারীকে সদস্য সচিব এবং মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী করে আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), যুগ্ম আহবায়ক, আশ্রাব আলী খান লিটন, যুগ্ম সদস্য সচিব, মুনসুর আহমদ, সমন্বয়কারী। কার্যকরী পরিষদের অন্যান্যরা সদস্য হিসাবে থাকবেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হিফজ বিভাগ, সাধারণ (ছেলে) ও সাধারণ (মেয়ে) বিভাগ থাকবে। প্রতিযোগীরা শিগগিরই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া সিটির আরো দুইটি বোর সহ বাংলাদেশী অধ্যুষিত কয়েকটি এলাকায় পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে নিউইয়র্কে 'বাংলাদেশ ডে প্যারেড' আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সোসাইটির নতুন কমিটি। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।
সোসাইটি পরিচালিত বাংলা স্কুলকে আরো যুগোপযোগী করার বিষয়ে সদস্যরা একমত হন। একই সঙ্গে সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আরো কয়েকটি বাংলা স্কুলের শাখা খোলার বিষয়ে নীতিগত ঐক্যমত্য হয়। এ বিষয়ে সামগ্রিক পর্যালোচনা করে আগামী কার্যকরী কমিটির মিটিংয়ে রিপোর্ট পেশ করতে বিষয়ে স্কুল ও শিক্ষা সম্পাদক কে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া অনলাইনে ভোটার নিবন্ধন, সোসাইটির বর্তমান ওয়েবসাইটকে আরও যুগোপযোগী করা, ওয়েব সাইটে আজীবন ও সাধারণ সদস্যদের নাম অন্তর্ভুক্তি, অনলাইনে ফিউনারেল সার্ভিসের নিবন্ধননের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে দীর্ঘদিন থেকে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিং কর্তৃক সোসাইটির বর্তমান ভবনের উপর মোটা অংকের আরোপিত জরিমানা পরিশোধের ব্যাপারে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়রদের দায়িত্ব দেওয়া হয়।