রোববার   ১২ জানুয়ারি ২০২৫   পৌষ ২৮ ১৪৩১   ১২ রজব ১৪৪৬

ট্রাম্পের সাজা স্থগিতে সর্বোচ্চ আদালতের অস্বীকৃতি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৮ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার


 
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর মাত্র কয়েকদিন পর আগামী ২০ জানুয়ারী শপথ গ্রহণ করবেন। সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার কাজ দ্রুতগতিতে চলছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। শপথ গ্রহণের আগেই ম্যানহাটনের প্রসিকিউটররা গত বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টকে ডোনাল্ড ট্রাম্পের ‘হাশ মানি কেইস’-এ তাঁর সাজা স্থগিত না করার আহ্বান জানিয়েছেন। তারপরই উচ্চ আদালত ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ যুক্তি দিয়েছেন যে, দেশের শীর্ষ আদালতের এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার কোনও ভিত্তি নেই। একদিন পরে ট্রাম্পের আইনজীবীরা বিচারপতিদের কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছিলেন যা তাকে আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার সময় রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রথম দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে চিহ্নিত হতে পারে। ব্র্যাগের অফিস উল্লেখ করেছে যে, ট্রাম্পের সাজা বাতিল করা হাইকোর্টের পক্ষে অন্যরকম পদক্ষেপ হবে। যা জুরির দোষী রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুত প্রক্রিয়া শুরু করবে।
প্রসিকিউটররা ৪৪ পৃষ্ঠার ফাইলিংয়ে লিখেছেন, ‘এই ধরনের হস্তক্ষেপের কোনও ভিত্তি নেই’। সাবেক রাষ্ট্রপতি থাকার সময় ডোনাল্ড ট্রাম্প তাঁর ম্যানহাটন ‘হাশ মানির’ বিচাওে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। ঐতিহাসিক ম্যানহাটন হাশ মানি মামলায় ব্যবসায়িক রেকর্ড জাল করার কারণে ৩৪ টি অপরাধের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ট্রাম্পের অ্যাটর্নিরা দাবি করেন, তিনি দায়িত্ব গ্রহণের পরে ‘রাষ্ট্রপতির ইমোইনিটি’ ইতিমধ্যে প্রযোজ্য হবে। এটি কোনও আদালতের সিদ্ধান্ত দ্বারা সমর্থিত হবার প্রয়োজন হবে না।

ব্র্যাগের কার্যালয় লিখেছে যে, ৭৮ বছর বয়সী ট্রাম্প আদালতে কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। গত বুধবার তাদের আবেদনের পরে ট্রাম্পের আইনজীবীরা নিউইয়র্কের শীর্ষ আদালত, স্টেট কোর্ট অব আপিলকেও এই কার্যক্রম স্থগিত করতে বলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে জারি করা এক পৃষ্ঠার রায়ে দ্রুত তা অস্বীকার করা হয়।
বিচারক হুয়ান মারচান বলেছেন যে, তিনি ট্রাম্পকে সবচেয়ে নমনীয় সম্ভাব্য সাজা দেওয়ার পরিকল্পনা করছেন। নিঃশর্ত অব্যাহতি, যার অর্থ রিপাবলিকান আগত রাষ্ট্রপতির কোনও জেল, জরিমানা বা প্রবেশন হবে না। তিনি ট্রাম্পকে ভার্চ্যুয়ালি ভিডিও ফিডের মাধ্যমে ম্যানহাটন সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার বিরল বিকল্পও দিয়েছিলেন।
গত সপ্তাহে সাজা নির্ধারণের সময়সূচীতে, তিনি যুক্তি দিয়েছিলেন যে, উদ্বোধনী দিনের আগে মামলাটি শেষ করা জনসাধারণের পক্ষে সর্বোত্তম ব্যবস্থা হতে পারে। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেন যে অসাংবিধানিকভাবে সাজা দেওয়ার জন্য চাপ দেওয়া তাঁর দ্বিতীয় মেয়াদের প্রস্তুতিতে হস্তক্ষেপ করার মতো ঘটনা।