বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ১ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

হোয়াটসঅ্যাপের বার্তা পড়তে পারে কারা, জানালেন জাকারবার্গ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার

হোয়াটসঅ্যাপের বার্তা অন্য কেউ পড়তে পারে কিনা এ নিয়ে নানা সময়েই হয়েছে নানা আলোচনা। এবার সে বিষয়টি স্পষ্ট করলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

সম্প্রতি মেটার সিইও মার্ক জুকারবার্গ বিষয়টি স্বীকার করেছেন যে- সিআইএসহ মার্কিন কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ডিভাইসে দূরবর্তীভাবে লগ ইন করে ব্যবহারকারীর বার্তা পড়তে পারে। প্ল্যাটফর্মের এন্ড-টু-এন্ড এনক্রিপশনকে এড়িয়ে যেতে তারা সক্ষম।

গত শুক্রবার (১০ জানুয়ারি) জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে কথা বলতে গিয়ে জাকারবার্গ বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেন। এ সময় তিনি জানান, হোয়াটসঅ্যাপের এনক্রিপশন মেটাকে বার্তার বিষয়বস্তু দেখতে বাধা দিলেও এটি ব্যবহারকারীর ফোনে শারীরিক অ্যাক্সেস থেকে রক্ষা করে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টাকার কার্লসনের সাক্ষাৎকারের আয়োজনের চেষ্টা সম্পর্কে রোগানের একটি প্রশ্নের প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন জাকারবার্গ। গত বছরের ফেব্রুয়ারিতে, তিন বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে পুতিনের সঙ্গে কথা বলতে সফল হওয়ার কথা বলার সময়, কার্লসন তার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন কর্তৃপক্ষ, অর্থাৎ এনএসএ এবং সিআইএকে দায়ী করেছিলেন।

কার্লসনের মতে, সংস্থাগুলি তার বার্তা এবং ইমেল ট্যাপ করে তার উপর গুপ্তচরবৃত্তি করেছিল। সেই সঙ্গে মিডিয়াতে তার উদ্দেশ্য ফাঁস করেছিল। যা মস্কোকে তার সঙ্গে কথা বলতে ‘ভয় দেখিয়েছিল’। রোগান জাকারবার্গকে ব্যাখ্যা করতে বলেছিলেন যে বার্তাগুলো সুরক্ষিত করার জন্য এনক্রিপশন সুরক্ষা ব্যবস্থা করার পরও এটি কীভাবে ঘটতে পারে।

এনক্রিপশনের ব্যাপারে জাকারবার্গ বলেন, ‘এনক্রিপশনের যে জিনিসটি সত্যিই ভালো তা হলো- এটি এমনভাবে তৈরি যাতে পরিষেবাটি পরিচালনাকারী কম্পানিও এটি দেখতে পায় না। তাই আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে মেটা সার্ভারগুলো সেই বার্তার বিষয়বস্তু দেখতে পাবে না।’

তিনি আরো বলেন, ‘যদি কেউ মেটার ডাটাবেস হ্যাক করে তবুও তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত টেক্সট অ্যাক্সেস করতে পারবে না।’

তার মতে, সিগন্যাল মেসেজিং অ্যাপ, যা কার্লসন ব্যবহার করেছিলেন, একই এনক্রিপশন ব্যবহার করে তাই একই নিয়ম প্রযোজ্য। তবে, তিনি উল্লেখ করেছেন যে এনক্রিপশন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ডিভাইসে সংরক্ষিত বার্তা দেখা থেকে বিরত রাখে না।