বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ২৩ ১৪৩১   ০৬ শা'বান ১৪৪৬

ট্রাম্পের অভিষেকে অংশ নেবে না ওয়াশিংটন ডিসির পুলিশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:০৩ এএম, ২০ জানুয়ারি ২০২৫ সোমবার

আগামী সোমবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের নিরাপত্তায় অংশ নেবে না ওয়াশিংটন ডিসি এলাকার সাতটি মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি)। তাদের পদ্ধতি নিয়ে প্রগতিশীল এবং রক্ষণশীল উভয়পক্ষের সমালোচনা থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে এমপিডি।

বেশ কয়েকটি স্থানীয় বিভাগ জানিয়েছে, তারা এ বছর অভিষেকের নিরাপত্তায় সহায়তা করবে না। বেশিরভাগ বিভাগ তাদের সিদ্ধান্তের কারণ অস্পষ্ট রেখেছে। তবে একটি বিভাগ ইমেইলে নিশ্চিত করেছে এটি একটি সমঝোতা স্মারক নিয়ে মতবিরোধের কারণে হয়েছে।

মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পুলিশ বিভাগের একজন মুখপাত্র স্থানীয় সংবাদপত্র কলারকে বলেছেন, আমাকে শুধু বলা হয়েছে বর্তমান এমওইউ’র ভিত্তিতে আমরা মেট্রো পুলিশ বিভাগকে সহায়তা করব না। আমরাই একমাত্র বিভাগ নই যারা এই সিদ্ধান্ত নিয়েছে।

মেরিল্যান্ডের হাওয়ার্ড এবং কুইন অ্যান’স কাউন্টি পুলিশ বিভাগগুলোও কলারকে জানিয়েছে, তারা অভিষেকের নিরাপত্তায় সহায়তা করবে না। যদিও হাওয়ার্ড পুলিশ বিভাগ বলেছে তারা ২০১৭ সালে নিরাপত্তা প্রদান করেছিল।

কুইন অ্যান’স পুলিশ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালে তারা প্রযুক্তিগত সমস্যার কারণে সহায়তা করবে না। ফ্রেডেরিক কাউন্টি শেরিফের বিভাগও কর্মী সংকটের কারণে নিরাপত্তায় অংশ নেবে না।

মেরিল্যান্ডের অ্যান অ্যারুন্ডেল কাউন্টি, মেরিল্যান্ড স্টেট পুলিশ এবং প্রিন্স জর্জেস কাউন্টি জানিয়েছে, তারা ক্যাপিটল পুলিশকে সহায়তা করবে তবে এমপিডিকে নয়। এটি ইঙ্গিত দেয় এই বিভাগগুলোর এমপিডির সঙ্গে কাজ করার ক্ষেত্রে সমস্যা রয়েছে।

নয়টি বিভাগের মধ্যে মাত্র দুটি বিভাগ নিশ্চিত করেছে তারা অভিষেক অনুষ্ঠানের জন্য এমপিডির সঙ্গে সমন্বয় করবে। মেরিল্যান্ডের ফ্রেডেরিক সিটি প্রায় ২০ জন অফিসার পাঠানোর পরিকল্পনা করছে এবং ভার্জিনিয়ার লুডাউন কাউন্টি প্রায় ৩০ জন ডেপুটি পাঠাবে বলে জানিয়েছে।

অভিষেকের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, কিছু বিভাগ এমপিডির সমঝোতা স্মারকে উল্লেখিত শক্তি ব্যবহারের নীতিমালা নিয়ে সমস্যায় পড়তে পারে। কলার এমপিডির সঙ্গে যোগাযোগ করে তাদের এই নীতিমালা সম্পর্কে জানতে চেয়েছিল। এমপিডি তাদের শক্তি ব্যবহারের নীতিমালা সম্পর্কিত একটি লিঙ্ক পাঠালেও কার্যক্রম নিয়ে তথ্য শেয়ার করেনি।

সাধারণত প্রতিবাদ-দাঙ্গা বা সামাজিক বিশৃঙ্খলার সময় বিভাগগুলো প্রায়ই অতিরিক্ত নির্দেশিকা জারি করে যা সাধারণত প্রকাশ করা হয় না। যদিও এমপিডি জানিয়েছে, ৬০তম প্রেসিডেন্টের অভিষেক প্রস্তুতির জন্য স্থানীয় রাজ্য এবং ফেডারেল অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

এমপিডি বলেছে, আমরা শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের গুরুত্ব স্বীকার করি এবং জনশৃঙ্খলা বজায় রেখে বৈধ বিক্ষোভ সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেখানে শক্তি ব্যবহারের কাঠামোয় চারটি হুমকির শ্রেণি রয়েছে। তা হলো: নিষ্ক্রিয় প্রতিরোধকারী, সক্রিয় প্রতিরোধকারী, হুমকির আক্রমণকারী, এবং সক্রিয় আক্রমণকারী। নথি অনুসারে মারাত্মক শক্তি কেবলমাত্র সেই ক্ষেত্রে অনুমোদিত যেখানে আক্রমণকারী তাৎক্ষণিক বিপদের কারণ হয়।

এদিকে ইউএস সিক্রেট সার্ভিসের ওয়াশিংটন ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল জানিয়েছেন, এ বছরের অভিষেক উচ্চ-ঝুঁকিপূর্ণ পরিবেশে হতে চলেছে। আমাদের নিরাপত্তা পরিকল্পনাও শক্তিশালী। আমরা এই ইভেন্টের জন্য ১২ মাস ধরে পরিকল্পনা করছি।

প্রায় ২৫ হাজার সামরিক এবং আইন প্রয়োগকারী কর্মী অভিষেকের নিরাপত্তায় সহায়তা করবে। তবে একাধিক স্থানীয় বিভাগের সিদ্ধান্তের কারণে এমপিডি এই ইভেন্টের জন্য যথাযথভাবে প্রস্তুত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অনেক অস্থিরতা সৃষ্টিকারী ব্যক্তি রাজধানীতে জড়ো হওয়ার পরিকল্পনা করছে।