ট্রাম্পকে কটাক্ষ ডেনিশ এমপির,গ্রীনল্যান্ড দখল ইস্যুতে কড়া বার্তা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১১ এএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

গ্রীনল্যান্ড ইস্যুতে নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডারস ভিস্টিসেন। মঙ্গলবার স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় তিনি গ্রীনল্যান্ড ইস্যুর সমালোচনা করেন। খবর আরটিই'র।
স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’ এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। এরপর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। নভেম্বরে পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করে আসছেন।
তিনি গ্রিনল্যান্ড হস্তান্তরে ডেনমার্ককে রাজি করানোর ক্ষেত্রে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের কথাও অস্বীকার করেননি। এদিকে স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় অশ্লীল ভাষা ব্যবহারের জন্য ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডার্স ভিস্টিসেনকে বরখাস্ত করা হয়েছে।
অ্যান্ডারস ভিস্টিসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সতর্কভাবে শুনুন। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আমাকে একটি শব্দ প্রয়োগ করতে দিন, যেটা হয়তো আপনি বুঝবেন। মি. ট্রাম্প (আপত্তিকর শব্দ)।’ এরপর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলাই স্টেফানুটা বলেন, ‘গণতন্ত্রের এই হাউসে ট্রাম্প সম্পর্কে আমরা যাই ভাবি না কেন, এমন ভাষা ব্যবহার করা যাবে না।’