অবৈধদের গ্রেফতারে ট্রাম্পের কোটা পদ্ধতি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:২১ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
নিউইয়র্কে অবৈধ ইমিগ্রান্ট ৬ লাখ ৭২ হাজার
অবৈধদের গ্রেফতারে ট্রাম্পের প্রশাসন কোটা পদ্ধতি প্রয়োগ করছে।এতে প্রতিদিন আইস পলিশের নিউইয়র্ক ও নিউজার্সি জোনে প্রতিদিন গ্রেফতার করতে হবে ৭৫ জন। এ যেন পুলিশের ট্রাফিক ভায়োলেশনের টিকেট লেখার মতো। যেকোন মূল্যে টার্গেট পূরনের শর্ত। নতুন প্রতিষ্ঠিত এই কোটার অধীনে সারা দেশের ২৫টি জোনের আইস পুলিশকে প্রতিদিন ন্যুনতম ১৮০০ জন অবৈধ অভিবাসী গ্রেফতার করতে হবে। কোটা পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ঠ অফিসারদের জবাবদিহি করতে হবে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রশাসন গত সপ্তাহে ঘোষণা করেছে যে ট্রাম্পের নতুন মেয়াদের প্রথম পাঁচ দিনে তারা ২,৬৮১ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রোববারই প্রায় ১,০০০ জনকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের হিসাব অনুযায়ী নিউ ইয়র্ক স্টেটে আনুমানিক ৬ লাখ ৭২ হাজার অবৈধ অভিবাসীর বাসস্থান রয়েছে। যার মধ্যে ৪ লাখ ১২ হাজার নিউ ইয়র্ক সিটিতে বাস করেন। সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের তথ্য অনুসারে, এই অভিবাসীদের বেশিরভাগই, ৫২.১%, এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।