ওয়াশিংটনে বিমান বিধ্বস্ত : নিহত ৬৭ জন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:২৬ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহি বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের আঘাতে বিমানটি দুই ভাগ হয়ে নদীতে গিয়ে পড়ে। গতকাল এই রিপোর্ট লেখার সময় সর্বশেষ ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে যাত্রী ছিলেন ৬৪ জন এবং হেলিকপ্টারে তিনজন ক্রু ছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যাচ্ছিল। রাতের এই ভয়াবহ ঘটনা মুহূর্তে মিডিয়ার প্রধান শিরোনাম হয়ে উঠে। সিএনএন, এনবিসি, এমএসএনবিসি, নিউইয়র্ক পোস্ট, নিউইয়র্ক টাইমসসহ পুরো মিডিয়া জগত দুর্ঘটনার খবর লাইভ সম্প্রচার শুরু করে।
বিমান দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের আত্মীয় স্বজন দ্রুত বিমানবন্দরে ভিড় করেন। এ সময় চারপাশ শোকাচ্ছন্ন হয়ে উঠে। ফ্লাইটে থাকা একজন যাত্রী অবতরণের কিছুক্ষণ আগে তার স্বামীকে টেক্স করে জানান ‘কিছুক্ষণের মধ্যেই আমি অবতরণ করতে যাচ্ছি’। কিছুক্ষণ পর ওই যাত্রীর স্বামী টিভিতে দেখতে পান বিমানটি হেলিকপ্টারের সঙ্গে ভয়াবহ এক দুর্ঘটনায় পাশের নদীতে গিয়ে পড়েছে। দ্রুত তিনি ছুটে যান রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে। এ সময় চারদিকে স্বজনদের আহাজারি চলছিল।
হেলিকপ্টারের আঘাতে বিমানটি দুইভাগ হয়ে যায়। হেলিকপ্টার ও যাত্রীবাহি বিমান পাশের নদীতে গিয়ে পড়ে যায়। এসময় বিমানটিতে যাত্রী ছিল ৬৪ জন এবং হেলিকপ্টারে ক্রু ছিলে ৩ জন। তাদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় প্রচ- ঠান্ডা এবং বাতাস থাকার কারণে উদ্ধার অভিযান দ্রুতগতিতে শেষ করা সম্ভব হয়নি বলে জানা যায়।
সর্বশেষ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সিবিএস নিউজকে নিশ্চিত করেন এক পুলিশ কর্মকর্তা। তারা জানিয়েছে, এখনও কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। যদিও হতাহতের সঠিক কোনো তথ্য অফিশিয়ালি জানানো হয়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে-৭০০ জেটের সঙ্গে সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিগ্যান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই দুর্ঘটনার পর গতকাল বিমানবন্দরে সকল উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়।
দুর্ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ভয়াবহ’ ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবিহিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি ভিত্তিতে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এক্সে এক পোস্টে বলেছেন, তিনি দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।