রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ১৯ ১৪৩১   ০৩ শা'বান ১৪৪৬

ফেব্রুয়ারিতেই মাঠে নামছে বিএনপি ও আওয়ামী লীগ

মাসুদ করিম, ঢাকা থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:২৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতির অঙ্গন উত্তপ্ত হচ্ছে। নতুন মেরুকরণ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। টিভি টকশো’র মাধ্যমে ড্রয়িং রুমে ঝড় তোলা কিংবা সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে আলোচনায় থাকার রাজনীতির দিন শেষ। এই ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছে। সরাসরি রাজপথে নামছে দুই প্রধান দল বিএনপি ও আওয়ামী লীগ। যদিও এক মাস পরেই পবিত্র রমজান মাস। রোজায় আউট ডোর কর্মসূচি বেশি নেয়া যায় না।
বাংলাদেশে ছাত্র-জনতার মিলিত অভ্যূত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। শেখ হাসিনার শাসন জগদ্দল পাথরের মতো আমাদের ওপর চেপে বসেছিলো। টানা তিনটি নির্বাচনে, যথা – ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে বিরোধী দলকে উপেক্ষা করে এক তরফা ভোটের আয়োজন ছিলো। শেখ হাসিনা পদত্যাগ করায় বাংলাদেশে সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ^াসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সৃষ্টি হলো।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তবর্তি সরকারের কিছু কর্মকান্ডে বিএনপি ও শরিক দলগুলোর মধ্যে সন্দেহের উদ্রেগ দেখা দিয়েছে। বিশেষ করে সংস্কারের নামে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার প্রবণতাকে সত্যায়ন করছে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা এবং তাদের অভিভাবক হিসাবে পরিচিত জাতীয় নাগরিক কমিটি সারা দেশে নতুন রাজনৈতিক দলের কমিটি গঠন সম্পন্ন করেছে। ইউনূস সরকারের ছত্র-ছায়ায় থেকে এভাবে দল গঠন করাকে অনৈতিক হিসাবে উল্লেখ করছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি ও সমমনা দলগুলো বলছে, বর্তমান অর্ন্তবর্তি সরকারের মধ্যে ছাত্রদের প্রতিনিধি থাকায় তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠনকে সরকারী পৃষ্ঠপোষকতায় দল গঠনের শামিল বলে মনে করা হচ্ছে।
ইউনূসের সরকারে তিন জন ছাত্র উপদেষ্টা আছেন। তারা হলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং দফতর বিহান উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অর্ন্তবর্তি সরকার নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। বিএনপি নেতার এমন মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া দেখায় সরকার। উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, মির্জা ফখরুল বাংলাদেশে আরেকটি ওয়ান ইলেভেন আনার চেষ্টা করছেন। একই ধরনের প্রতিক্রিয়া দেখান আসিফ মাহমুদ সজিব র্ভূইয়া। অর্ন্তবর্তি সরকারের অপরাপর উপদেষ্টারাও মন্তব্য করেছেন।
বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেউ রাজনৈতিক দল গঠন করলে তিনি তবে সরকার থেকে পদত্যাগ করতে হবে। আরেক উপদেষ্টা আসিফ নজরুল তার বক্তব্যে বলেছেন, ছাত্ররা কোনও রাজনৈতিক দলগঠন করছে না। বিএনপি’র সঙ্গে দূরত্ব সৃষ্টি করা উচিত হবে না বলেও তিনি মন্তব্য করেন। কিন্তু তার এসব মন্তব্যকে উড়িয়ে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ঘোষণা করেন যে, ফেব্রুয়ারিতেই তাদের দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তারা মন্তব্য করেন যে, প্রচলিত ধারার রাজনৈতিক দলের থেকে ভিন্ন ধারার দল হতে যাচ্ছে। এই দলে যৌথ নেতৃত্ব থাকবে। কোনও পারিবারিক প্রভাব এই দলে থাকবে না। এবং মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন থাকবে। তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে, তিনি সরকার থেকে এখনই পদত্যাগ করছেন না।
ছাত্রদের নতুন দল আসার খবরে বিএনপি নড়েচড়ে বসেছে। দ্রুত নির্বাচনের দাবিতে তারা রাস্তায় নামতে যাচ্ছেন। পাশাপাশি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদেও তারা এই আন্দোলন করবেন বলে জানান। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে, ফেব্রুয়ারিতেই বিএনপি নেতা তারেক রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একত্রে দেশে ফিরছেন। তবে এই স্পেকুলেশন সত্য নাকি মিথ্যা সেটা বলা যাচ্ছে না।
আওয়ামী লীগও ফেব্রুয়ারিতে হরতাল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৬ মার্চ অবরোধ এবং ১৮ মার্চ সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা মামলার ভয়ে পলাতক। তারা কীভাবে হরতাল পালন করবেন সেটাই দেখার বিষয়।