রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ১৯ ১৪৩১   ০৩ শা'বান ১৪৪৬

৩৯তম ফোবানা কনভেনশন বাফেলোর নায়াগ্রায়

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:২৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 
 

চলতি বছরের ৩৯তম ‘ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা’, ফোবানা সম্মেলন-২০২৫ আগামী নিউইয়র্কের বাফেলো শহরের নায়াগ্রা ফলস এলাকায় হোটেল শেরাটনে আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ্যে এ ঘোষণা দেন কাজী সাখাওয়াত হোসেন আজম।
ফোবানা সম্মেলনকে সাফল করতে এবং বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পিদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকদের ছয় জনের দল ঢাকা সফরে যান। তারা হচ্ছেন ফোবানার তিন সাবেক চেয়ারম্যান এজাজ আখতার তৈফিক, আলী ইমাম শিকদার, আবু দারা জোবায়ের; বর্তমান কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য জিল্লুর রহমান জিল্লু, এবং কার্যকরি সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম।
প্রেস ক্লাবের জহুর হোসাইন চোধুরী সম্মেলন কক্ষে বাংলাদেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের উপস্থিতিতে আয়োজক ছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভাসানী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাব্লু ও গ্রীনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ফুটবলার কায়সার হামিদ ও ফুটবলার এমিলি। উপস্থিত ছিলেন রাজনীতিবিদ নাদিম চৌধুরী, আতাউর রহমান আতা, কালাম ফয়েজী, বিশিষ্ট সংবাদ পাঠিকা আসমা আহমেদ সহ অন্যরা।
প্রতিবছর উত্তর আমেরিকায় প্রবাসি বাংলাদেশিরা ফোবানা সম্মেলনের আয়োজন করে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৈহার্দ্্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি; ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি উত্তর আমেরিকায় বসবাসকারিদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার, আলোচনা সভা আয়োজিত হয়। যা পরিণত হয় মানুষের মিলন মেলায়। এবারের সম্মেলনে প্রবাস ও দেশীয় রাজনীতি, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের করণীয় বিষয়ক বিভিন্ন আলোচনার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদী-পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিষয়ে সেমিনার আয়োজিত হবে ।
সম্মেলনকে ঘিরে আয়োজিত মেলায় বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন দেশীয় পণ্য, প্রকাশিত নতুন বই প্রবাসীদের কাছে তুলে ধরা হয়। এ মেলায় অংশ নিতে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়।