রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ১৯ ১৪৩১   ০৩ শা'বান ১৪৪৬

বিমান দুর্ঘটনায় বাইডেন ও ওবামাকে দায়ী করলেন ট্রাম্প

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 
ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হক এবং আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহি ফ্লাইট দুর্ঘটনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বারাক ওবামাকে দায়ি করেছেন। একই সঙ্গে বাইডেনের পরিবহন মন্ত্রী বিট বাটিগিগকেও দায়ি করেন তিনি। তাদের নি¤œস্তরের রাজনীতিকে ট্রাম্প দায়ি করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প গত বুধবার রাতে পোটোম্যাক নদীর উপর একটি যাত্রীবাহী জেট এবং একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে মারাত্মক সংঘর্ষের বিষয়ে হোয়াইট হাউসে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। প্রচ- ঠান্ডার মধ্যে রাতে উদ্ধার অভিযান চালানো পুরোপুরি সম্ভব হচ্ছিল না।
তিনি ওবামা এবং বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের মান হ্রাস করার অভিযোগ করেছেন। এই বিপর্যয়ের ফলে কানাডার উইচিটা থেকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় ফ্লাইটে থাকা ৬৪ জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যও নিহত হয়েছে। তিনি বলেন, আপনি মনে রাখবেন, শুধুমাত্র সর্বোচ্চ যোগ্যতা, সর্বোচ্চ বুদ্ধি এবং মনস্তাত্ত্বিকভাবে উচ্চতর ব্যক্তিদের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জন্য যোগ্যতা অর্জনের অনুমতি দেওয়া হয়েছিল। ট্রাম্প গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রেস কর্পসকে বলেন, আমি নিরাপত্তাকে প্রথমে রাখি, ওবামা, বাইডেন এবং ডেমোক্র্যাটরা নীতিকে প্রথমে রাখে।
আমি দায়িত্ব ছাড়ার পর বাইডেন দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়কালে তিনি সেগুলিকে আগের চেয়ে নি¤œ স্তরে ফিরিয়ে নিয়েছেন। আমি নিরাপত্তাকে সবার আগে রেখেছি। ওবামা, বাইডেন এবং ডেমোক্র্যাটরা নীতিকে প্রথমে রাখে এবং তারা রাজনীতিকে এমন স্তরে রাখে যা কেউ কখনও দেখেনি কারণ এটি ছিল সর্বনি¤œ স্তর। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটিক প্রশাসন নিরাপত্তার জন্য বৈচিত্র আনতে এটি একটি বড় ধাক্কা দিয়েছে আমাদের।