ঢাকায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মহড়া
বিশেষ প্রতিনিধি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৩৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের বিএনপি, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কানাডার মন্ট্রিল বিএনপি’র নেতা-কর্মীদের মিলন মেলা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হলো ঢাকায়। বুধবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকার অভিজাত গুলশান ক্লাবে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মীদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপি’র শীর্ষ স্থানীয় ডজনাধিক নেতা।
উক্ত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ডাকসু জিএস খায়রুল কবীর খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কন্ঠশিল্পী বেবি নাজনীন, খন্দোকার আব্দুল মুক্তাদির এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল, বিএনপির নির্বাহী সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ছাড়াও খোশ-গল্প, আর রাজনৈতিক স্মৃতিচারণ করে মনোজ্ঞ সময় অতিবাহিত করেন। কেউ কেউ আলোচনা করেন রাজনৈতিক পরবর্তী কর্মসূচী আর কৌশল নিয়ে।
অনুষ্ঠানে সকলের পক্ষ থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় মির্জা আব্বাস বলেন “দল এখনও নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
আব্দুস সালাম বলেন, বিএনপি দেশের প্রধান ও জনপ্রিয় রাজনৈতিক দল। দলের জনপ্রিয়তা ধরে রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মকান্ডেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশাল এলইডি স্ক্রিনে যুক্তরাষ্ট্র বিএনপি’র আন্দোলনের বিভিন্ন চিত্র প্রদর্শিত এবং সতল নেতাকে পরিচয় করিয়ে দেয়া হয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা লালবাগের সাবেক কমিশনার মোশাররফ হোসেন খোকন, যুবদল সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুন আহসান, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ মিলন ও কামাল উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, জিয়াউল হাসান মুন্না, পটুয়াখালীর সাবেক মেয়র পিনু, মিসেস বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম রাব্বানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুবনেতা সানিয়াত প্রমুখ।
যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে জিল্লুর রহমান জিল্লু সহ আয়োজকদের মধ্যে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদায়) আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, মন্ট্রিল বিএনপি’র সভাপতি এজাজ আহমেদ তৌফিক, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক সভাপতি শরীফ লস্কর, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, এজিএম জাহাঙ্গীর হাসাইন, কামাল উদ্দিন, লিয়াকত আলী, সৈয়দ এনাম আহমেদ, শাহবাজ আহমেদ, মনিরুল ইসলাম মনির, আশফাক আহমেদ জামি, হযরত আলী, হাসান আহমেদ, সিদ্দীক পাটোয়ারী, জহির খান, মুক্তিযোদ্ধা সেলিম, সাজেদুল ইসলাম অরিক, বাদল মীর্জা, শহীদ লষ্কর প্রমুখ।