জন্মদিনের শুভেচ্ছায় অভিসিক্ত শাহ নেওয়াজ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৪১ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, প্রথিতযশা ও সফল ব্যবসায়ী, নেতা, উদ্যোক্তা, সমাজ সেবক, গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন।
২৯ জানুয়ারি কুইন্সের সিরাজী ব্যাংকুইট হলে আয়োজিত এই জমজমাট জন্মদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট ও রিয়েল এস্টেট ইনভেন্টর নূরুল আজিম। সার্বিক সহায়তায় ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, লায়ন আহসান হাবিব ও আব্দুর রশীদ বাবু।
আনন্দ হাসি গানে মেতে ওঠা জন্মদিনের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন লায়ন আহসান হাবিব। অনুষ্ঠানে আগত অতিথিরা শাহ্ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শাহ্ নেওয়াজকে শুভেচ্ছা জানান। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষের উপস্থিতিতে স্ত্রী মেয়ে সাদিয়া নেওয়াজ ও ছেলে সাদমান নেওয়াজকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন শাহ্ নেওয়াজ।
শুরুতে শাফিন আহমেদের ‘আজ জন্মদিন তোমার’ গান দিয়ে শাহ নেওয়াজকে জন্মদিনের অভিবাদন জানান সংগীত শিল্পী শরীফ। উপস্থিত অতিথীরা এক সঙ্গে কোরাশ গেয়ে শুভেচ্ছায় শরীক হন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে গান পরিবেশন করেন সংগীত পরিবেশন করেন রানো নেওয়াজ, ইবরার টিপু, কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, অনিক রাজ, মরিয়ম মারিয়া, নিপা জামান, কামরুজ্জামান বকুল।
অনুষ্ঠানে শাহ নেওয়াজ গ্রুপের সিস্টার কনর্সানের মধ্যে সাপ্তাহিক আজকালের পক্ষ থেকে অনুষ্ঠানের মধ্যমনি ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান অনিক রাজ, আবুবকর সিদ্দিকী, মো. আনিসুর রহমান, হাসান মাহমুদ। গোল্ডেন এজ হোম কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছ জানান রাসেল ভূইয়াসহ অন্যরা। এনওয়াই ইন্সুরেন্সের পক্ষ থেকে মো. আবদুল কাদের, গোলাম আজম খান, গোলাম মোস্তফা মাহদুদা হাসিন সহ পুরো টিম। এসএস আরএফ প্রোপার্টির পক্ষ থেকে সিজার রহমানহ অন্যরা, নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের পক্ষ থেকে ফুয়াদ হোসেন ও জাহিদ আলম এবং ইশিকা হোলসেলে পক্ষে শাহীন ভূাইয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিক মনোয়ারুল ইসলাম, আবু তাহের, রিমন ইসলাম, আবু সাইম।
এ আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিদের মাদর সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, কার্যকরী সদস্য হাসান সরওয়ার্দী।
শাহ্ নেওয়াজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে আসেন লায়ন্স ক্লাব ইন্ট্যারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাডিনি, জেনারেল সিড বমগার্ডেন, পিডিজি মেদাদি সি, পিডিজি আমাদো সিসহ অন্যরা।
মিডিয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন, প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান, মোহাম্মদ সাইদ, মঞ্জুরুল হক, ফটো-সাংবাদিক নিহার সিদ্দিকী ও তুষার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আসেফ বারী টুটুল, মুনমুন হাসিনা বারী, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব ও ফখরুল ইসলাম দেলোয়ার, শাহ জে চৌধুরী, লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন, ডিরেক্টর লায়ন এসএম মাইনুদ্দিন পিন্টু, নওশাদ হায়দার, আব্দুল আলীম, আখি আলীম, রাবু বিল্লাহ, মুসলেহ উদ্দিন, শারমিন পিয়া, তানভির সিদ্দিকী, রেহানা সিদ্দিকী, আব্দুর রশিদ বাবু, হাবীবুল চৌধুরী, খায়রুল ইসলাম খোকন, রেদোয়ান হক, ইশতিয়াক রুমি, মোহাম্মদ তুহিন, নাজু আখন্দ, শামিম সিদ্দিকী, জস্টিন, আল বিরুনী, শাহ শহিদুল, বেলাল আহমদ, আদিব বারি, ইঞ্জিনিয়ার খালেক, সার্জেন্ট লতিফ, রেদওয়ানা রাজ্জাক সেতু, হারুন ভূইয়া, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলম নমি, মোহাম্মদ রেজা, শাহিন ভূইয়া, বদরুদ্দোজা সাগর, সিজার রহমান শারমিনা সিরাজ সুনিয়া, এজাজুল ইসলাম নাইম, সায়েম উল্লাহ, মজিবর রহমান, এমএস আলম, ঢাকা এলমোনাই ওসোসিয়েশন, সাইফুল ইসলাম, এফইএমডি রকি, আহমেদ সোহেন, এমডি জি সোহেন, জারিন, জাহিন, নাবিল ইসলাম।