রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ১৯ ১৪৩১   ০৩ শা'বান ১৪৪৬

সাউথ এশিয়ান রিয়েলটদের গেট টুগেদার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 

 
 
বর্ণাঢ্য আয়োজনে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশনের (সারা) প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদার সম্প্রতি নিউ ইয়র্ক সিটির ঐতিহ্যবাহী সিরাজী পার্টি হলে অনুষ্ঠিত হয়। জাকজমক এই অনুষ্ঠানের শুরু থেকে গল্প আড্ডায় মেতে উঠেন নতুন গড়ে উঠা এই সংগঠনের সদসরা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন খাঁন মেহের জাদা।
অনুষ্ঠঅনে শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্যাতিমান রিয়েলটর ও পরিচিত মুখ কনভেনর সারোয়ার খান বাবু, আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটরের ইভান স্মিথ, কেভিন লেদারম্যান, শান খান, ড্যানিয়েল ডায়াজ, জসু কিম, রিয়েলটর এর্টনী উসমান মালিক, এর্টনী উসমান ফারুকী, এর্টনী হাসান মালিক ও এর্টনী হিরা ইম্তিয়াজ।
সম্মানিত স্পন্সরদের মধ্যে অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট ব্যবসায়ী ও কমিটির পরিচিতমুখ এনওয়াই ইনস্যুরেন্স ও গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ, মর্গেজ ব্রোকার মোহাম্মদ কামাল, লোন অফিসার ফাহিম হোসেন, লোন অফিসার তাকি বিল মারুফ, লোন অফিসার আসিফ খান, লোন অফিসার সেমশিবলী, লোন অফিসার আজাদুল ইসলাম, লোন অফিসার সাইদ হাসিব, হোম ইন্সúেক্টর খুররম আগা, লোন অফিসার রেজা রশিদ, ইলেক্ট্রেশিয়ান মনিরুজ্জামান মনির। এই আয়োজনে স্পন্সর ছাড়াও একাধিক গুনী ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা।
বর্ণিল গেট টুগেদার অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন  এড্হক কমিটির আসিফ চৌধুরী, শামিম আহমেদ, আবু সাঈদ চৌধুরী, সাইফুল ইসলাম, আজিজুল হক মুন্না, মোহাম্মদ করিম, মো. শামীম রেজা, মাসুদ সিরাজী জনাব জসিম চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর মোহাম্মদ মারুফ মিয়া, মোহাম্মদ চৌধুরী, ফেরদৌস কয়েস, জাফর সাদিক, গোলাম হাসান, হোমাম্মদ ইকবাল, মোহাম্মদ মাসুদ প্রামানিক, নূরুজামান সরদার, শামীম নাসের, মির্জা মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হালিম, নাসরিন সুলতানা, আদান ইসলাম, সাবিনা চৌধুরী, সুমন রায়, মোহাম্মদ হাবিব, মোঃ হাসেম, সাদমান জামান, রওশন আরা ও জিনিয়া আকতার। অনুষ্ঠানের শেষে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।