যুক্তরাষ্ট্রে ‘চীনবিরোধী’ বৈঠক, যা বলছেন পাকিস্তানের মন্ত্রী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থে চীন বিরোধী সংগঠনের সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই বৈঠকের ফলে চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।যদিও এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন নাকভি।খবর আরব নিউজের।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন সফর করেন। যদিও ওই শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি
এ সময় তিনি নিউ ফেডারেল স্টেট অব চায়না (এনএফসি) যারা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কাজ করে এমন সংগঠনের নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন। খবরটি পাকিস্তানেও বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি পাকিস্তানের ক্ষমতাসীন পার্টির (পিডিএম) মধ্যেও এর ফলে বিভাজন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সু নজরে আসতে সেনাপ্রধানের পরামর্শে পাক স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন এবং ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন।চীন বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এ অভিযোগকে প্রোপাগান্ডা দাবি করেছেন তিনি।
নাকভি বলেন, এটা সম্পূর্ণ অপপ্রচার, আমি চীনবিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দেইনি বা আমি সেখানে যাইনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ‘সন্ত্রাসবাদ’ মোকাবিলায় মার্কিন রাজনীতিবিদদের নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা।
এ দিকে এমন বৈঠকের গুঞ্জনের মধ্যে চীনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তানে নিযুক্ত চীনা রাজনৈতিক সচিব ওয়াং সেঙজি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলিয়ন ডলারের প্রজেক্ট সিপিইসি বাস্তবায়নে স্থানীয়দের দ্বারা চীনা নাগরিকদের উপর আক্রমণসহ পাকিস্তানের সমসাময়িক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।