শুল্কারোপের কষ্ট মূল্যবান হবে : ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৫ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার স্বীকার করেছেন, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত শুল্কের কারণে মার্কিনরা অর্থনৈতিক ‘কষ্ট’ অনুভব করতে পারেন। তবে দেশের স্বার্থ রক্ষার জন্য এটি ‘মূল্যবান’ হবে বলে তিনি যুক্তি দিয়েছেন।
ট্রাম্প শনিবার অবশেষে প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে স্বাক্ষর করেন, যদিও দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত। একই সঙ্গে তিনি চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা আগেই কার্যকর হওয়া শুল্কের সঙ্গে যুক্ত হলো।
এই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি আসে এবং বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাস করতে পারে এবং ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।
ট্রাম্প রবিবার সকালে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে বড় অক্ষরে লেখেন, ‘কিছু কষ্ট হবে? হ্যাঁ, হতে পারে (এবং না-ও হতে পারে!)’ তিনি আরো লেখেন, ‘কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবার মহান করব এবং এটি সেই মূল্যের যোগ্য হবো, যা আমাদের অবশ্যই দিতে হবে।’
এদিকে ডানপন্থী ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সম্পাদকীয় বোর্ড শুক্রবার ট্রাম্পের প্রস্তাবিত শুল্কের কঠোর সমালোচনা করে ‘ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ বাণিজ্য যুদ্ধ’ শিরোনামে একটি লেখা প্রকাশ করে। ট্রাম্প রবিবার পাল্টা আক্রমণ করে বলেন, ‘শুল্কপন্থী লবি, যা গ্লোবালিস্টদের নেতৃত্বে রয়েছে এবং সব সময় ভুল করে, সেই ওয়াল স্ট্রিট জার্নাল কঠোর পরিশ্রম করছে যুক্তরাষ্ট্রের বহু দশকের বাণিজ্য, অপরাধ ও বিষাক্ত মাদকের ক্ষেত্রে অন্যায্য আচরণকে ন্যায্যতা দেওয়ার জন্য।
’
ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে এমন একটি চিহ্ন হিসেবে দেখে আসছেন, যা ইঙ্গিত দেয়, অন্য দেশগুলো মার্কিনদের সুযোগ নিচ্ছে। তিনি ঘোষণা করেছেন, ‘ওই দিন শেষ!’
এ ছাড়া একটি পৃথক পোস্টে ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার আহ্বান জানান, যা তার দেশের অন্যতম ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে আরো উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কানাডাকে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয়।’ তিনি এ-ও দাবি করেন, ‘এই বিশাল ভর্তুকি ছাড়া কানাডা টিকে থাকার মতো কার্যকর দেশই থাকবে না।
’
ট্রাম্প লিখেছেন, ‘সুতরাং কানাডা আমাদের প্রিয় ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত।’ পাশাপাশি তার দাবি, ‘(এতে) কানাডার জনগণের জন্য কর কমবে, সামরিক সুরক্ষা আরো ভালো হবে এবং শুল্ক থাকবে না!’
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৪ সালে কানাডার সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি ছিল ৫৫ বিলিয়ন ডলার।
সূত্র : এএফপি