বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ২৩ ১৪৩১   ০৭ শা'বান ১৪৪৬

পাল্লা দিয়ে আসছে ইয়াবা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৫ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

টেকনাফে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি। পৃথক অভিযানে মোটরসাইকেলসহ দুজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব ও বিজিবির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র মতে, টেকনাফের উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। আটককৃতরা হলো- হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালীর মো. নুর আলমের ছেলে আলম মো. সিফাত (২২) ও মৃত বদিউর রহমানের ছেলে মো. তানজিদ ইসলাম (২০)।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-

কক্সবাজার মহাসড়কের উনচিপ্রাং-এ চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে টেকনাফে ব্যাটালিয়ন-২ বিজিবি অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, নাফ নদে সম্প্রতি মাদক পাচারকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জেলেপাড়া দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান গ্রহণ করে। গতকাল ভোরে তিন ব্যক্তি নাফ নদের মিয়ানমার প্রান্ত থেকে সুকৌশলে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আসতে থাকে। ওত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত সবকিছু ফেলে আবার মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি তল্লাশি চালিয়ে পানিতে ভাসতে থাকা তিনটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে (বিশেষভাবে মোড়কজাত) ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এর আগে মঙ্গলবারও বিজিবি ও কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।