রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

কুকুরের প্রতি গরুর বিরল মাতৃত্ব (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২১ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

সন্তানের প্রতি মায়ের ভালোবাসা চিরন্তন। এ ভালোবাসা শুধু মানুষের মধ্যেই নয়; অবুঝ পশু, পাখি ও কীটপতঙ্গতেও সমানভাবেই দেখা যায়।

সন্তানকে বাঁচাতে নিজের জীবন দানেরও অনেক নজির দেখা গেছে মানুষ ভিন্ন অন্যসব প্রাণীর মধ্যেও।

তবে এবার মাতৃত্বের নতুন সংজ্ঞা তুলে ধরল এক পশু।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই পশুর এ ব্যতিক্রমী মাতৃত্বের আবেগঘন ভিডিও।

ভিডিওতে দেখা গেছে, চার কুকুরছানা নিজের স্তনপান করাচ্ছে একটি গরু। অন্য প্রজাতির পশু হলে হোক, তবে অনাথ ওই কুকুরছানাদের বেঁচে রাখার তাদিগে মায়ের ভূমিকা নিল সেই গরু।

কুকুরছানাদের প্রতি গরুর এমন মাতৃত্বের দৃশ্য ক্যামেরায় বন্দি করেন এক পথচারী।

তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। আর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এ ঘটনাটি। সেখানে ওই কুকুরছানাদের মা গাড়ি চাপা পড়ে মারা যায়। তার পর ক্ষুধায় ও শীতে প্রায় মরতে বসে অনাথ হয়ে পড়ে চারটি কুকুরছানা।

মানুষ না এগিয়ে এলেও তাদের রক্ষার্থে তখনই এগিয়ে আসে ওই গরুটি। নিজের স্তনপান করিয়ে ও আশ্রয় দিয়ে চারটি কুকুরছানাকে সুস্থ করে নেয় সে।