শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২২ শা'বান ১৪৪৬

মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৪১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 
 
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের জন্য বিচার বিভাগ থেকে আদেশের পর ম্যানহাটনের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এই ঘটনা এখন এক নেতিবাচক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি রিপাবলিকান ড্যানিয়েল সাসসোন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচার বিভাগের একজন প্রবীণ কর্মকর্তা নিউইয়র্কের প্রসিকিউটরদের এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করার নির্দেশ দেন। এর কয়েকদিন পরই ফেডারেল প্রসিকিউটর পদত্যাগ করেন। মেয়রের বিরুদ্ধে অবৈধ প্রচারণা, প্রভাব বিস্তারে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছিল।
ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভ এক মেমোতে বলেছেন যে, মামলাটি খারিজ করা উচিত যাতে ডেমোক্র্যাট মেয়র এরিক অ্যাডামস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমনে সহায়তা করতে পারেন। বিচার বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করার অনুরোধে কোন সাড়া দেননি। অ্যাডামসের আইনজীবী অ্যালেক্স স্পিরোও কোন মন্তব্য করেননি।