শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিমি টেনে নিয়ে গেলেন চালক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

মহাসড়কে দাঁড়িয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে সিগন্যাল দেন হাইওয়ে পুলিশের এক কনস্টেবল। চালক অটোরিকশা থামিয়ে কৌশলে কনস্টেবলকে তাতে উঠিয়ে ঝুলিয়ে রাখেন। ঝুলন্ত অবস্থায় অটোরিকশা চালিয়ে যান প্রায় আধা কিলোমিটার। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। ওই কনস্টেবলের নাম কমল চন্দ্র। তিনি মাওনা হাইওয়ে থানায় কর্মরত। অপরদিকে আটক অটোরিকশা চালক জনি আহমেদ (২৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশার সামনের ডান পাশে বিপজ্জনকভাবে ঝুলে আছেন ওই কনস্টেবল। খুব দ্রুত চলছিল অটোরিকশাটি। কনস্টেবল বারবার রিকশা থামাতে অনুরোধ করলেও চালক থামাচ্ছিলেন না। একপর্যায়ে যানজটে পড়ে বাধ্য হয়ে থেমে যায়‌। এরপর কনস্টেবল ও স্থানীয় লোকজন ওই চালককে আটক করে।

কমল চন্দ্র ঘটনার বর্ণনায় বলেন, হাইওয়েতে অবৈধভাবে চলাচল করা ওই ব্যাটারিচালিত অটোরিকশাকে তিনি হাতের ইশারায় থামাতে চেষ্টা করেন। এর পর রিকশাটি থামালে তিনি সেটির সামনের অংশে পা রেখে উঁকি দিয়ে চাবি খুলছিলেন। এমন সময় হঠাৎ চালক গাড়ি চালাতে শুরু করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা একটি দায়েরের প্রক্রিয়া চলছে। রাতেই মামলা হবে।