রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৪ শা'বান ১৪৪৬

যুক্তরাজ্যেও অবৈধ অভিবাসী ধরপাকড়ঃচারদিকে আতঙ্ক

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান চলছে। দেশটির বিভিন্ন শহরের রেস্টুরেন্ট, শপিংমল, সেলুন, কারওয়াশ, গ্রোসারিশপ সহ নানান প্রতিষ্ঠানে ইউকে বর্ডার এজেন্সির ইমিগ্রেশন পুলিশ অভিযান চালাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো হোম অফিসের টার্গেটের টপ চার্টে রয়েছে। ট্রেন স্টেশনগুলোতেও রেইড দেয়া হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে বাসা বাড়িতেও গিয়ে হানা দিচ্ছে পুলিশ। শুধু চলতি বছরের জানুয়ারিতেই রাজধানী থেকে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবারই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই তারপরও তারা অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলো। পাশাপাশি অবৈধ অভিবাসীদের কাজ দেয়ার অপরাধে প্রতিষ্ঠান গুলোর মালিকদেরকেও করা হচ্ছে মোটা অংকের জরিমানা। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে আতংক ও উদ্বেগ বেড়েছে। অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরমার্শ দিচ্ছেন আইনজীবীরা।

গত সপ্তাহে অবৈধ অভিবাসী গ্রেফতারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে হোম অফিস। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতেই যুক্তরাজ্যজুড়ে ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ৫ হাজার ৪২৫টি স্থানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯৩০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় ৩৮ শতাংশ বেশি। ২০১৮ সালের পর এবারই সর্বোচ্চ অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠায় বৃটিশ সরকার। যেখানে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয় ৮৫০ জনকে।

বিশ্লেষকরা বলছেন, ভোটারদের সমর্থন ধরে রাখতে ক্ষমতাসীন লেবার সরকার বৈধ অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তবে নির্বাচনের আগে প্রত্যাশা ছিল লেবার সরকারে আসলে ইমিগ্রেশন নীতি সহজ করবেন। কিন্তু বর্তমানে তা উল্টো চিত্র প্রদর্শন করছে।