রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৪ শা'বান ১৪৪৬

নিউইয়র্কে মহান একুশে উদযাপিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 
নিউইয়র্কে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও পরিবার-পরিজন নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে ফুল দিয়ে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। বাংলাদেশ কমিউনিটির আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি ইনক’ প্রধানতম আয়োজনটি করেছিল নিউইয়র্কের উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। সংগঠনের সভাপতি আতাউর রহমান  সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দী, সদস্য সচিব উিউক খান, কামরুজ্জামান কামরুল, হাছান খান, হাসান জিলানী, অনিক রাজ, আবুল কালাম ভুইয়া, হারুন উর রশিদ, স্মরণিকা কমিটির আখতার বাবুল, মনসুর কাশেম চৌধুরীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। বিকেল থেকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি। নিউইয়র্কের সিনেটর জন লু আমন্ত্রীত অতিথি হিসেবে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে অমর একুশে উদযাপন করা হবে।
বাংলাদেশ সোসাইটি আয়োজিত অমর একুশের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে-বাংলাদেশ কনুস্যুলেট, নিউইয়র্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউ, এস.এ ইনক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। অফ নর্থ আমেরিকা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব আমেরিকা,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ডিপোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যুক্তরাষ্ট্র শাখা সিলেট এম.সি. এন্ড গত। কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউ.এস.এ ইন্ক, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যুক্তরাষ্ট্র, বঙ্গমাতা পরিষদ, যুক্তরাষ্ট্র শাখা, বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ইনক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ চিটাগাং এসোসিয়েশন ইউ.এস.এ ইন্ ক্স বাংলাদেশ ল' সোসাইটি ইউ.এস.এ ইন্ক,  বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইউ.এস.এ. ইন্ক, ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ দোহার উপজেলা সমিতি ইউ.এস.এ ইনক, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউ.এস.এ, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইনক ইউ.এস.এ., বাংলাদেশী আমেরিকান সোসাইটি, নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউ.এস.এ ইন্ সিলেট গণদাবি পরিষদ ইউ.এস.এ ইন্ক, বাংলাদেশ আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশন ইউএসএ ইন্ক, জ্যাকসন হাইটস এলাকাবাসী, গোল্ডেন এজ হোম কেয়ার, বারী হোম কেয়ার, রিল্যায়েবল হোম কেয়ার, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইল্ক, নিউইয়র্ক, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক ইন্, চাটখিল সোসাইটি ইউ.এস.এ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউ.এস.এ. ইন্ক, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক, শেনবাগ সোসাইটি -মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ.এস.এ. ইল্ক, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইন্,  মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইন্ -সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদস সমিতি ইনক, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক, লাখাই উপজেলা এসোসিয়শন অব আমেরিকা ইনক্, কুলাউয়া বাংলাদশী এসোসিয়শন অব ইউএসএ ইন্ক, ওসমানীনগর এসোসিয়শন অব আমেরিকা ইনক, সিলেট সদর থানা এসোসিয়শন অব আমেরিকা ইনক, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউ.এস.এ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউ.এস.এ ইনক, কুমিল্লা সোসাইটি অব ইউ.এস.এ ইনক, বগুড়া সোসাইটি এস.এ এ ইন্ প্রবাসী শরিয়তপুর সমিতি ইউ.এস.এ, ইনক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক, নারায়ণগঞ্জ জেলা সমিতি অন্যতম।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর উদ্যোগে মহান একুশে উদপাপিত হয়েছে উডসাইডের কুইন্স প্যালেসে। বাংলাদেশ ইন্সস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপা, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, অনুপ দাশ ড্যান্স একাডেমি, নীলা ড্যান্স একাডেমি, অন্তরা সাহা ড্যান্স একাডেমি। এখানে ছবি আঁকা প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে: রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্, জাহাঙ্গীর নগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড, বাংলাদেশী আমেরিকান আর্টিষ্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বহ্নিশিখা সঙ্গীত নিকেতন অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা), রবীন্দ্র একাডেমি, নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশ নিউইয়র্ক চ্যাপ্টার, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ, নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব, চাটখিল উপজেলা সমিতি ইউএসএ ইন্ক, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইন্ক, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইন্ক, রংপুর জেলা এসোসিয়েশন ইন্ক, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী বেঙ্গলী খ্রীষ্টান এসোসিয়েশন, সবিতা মাদার এন্ড চিলড্রেন ফাউন্ডেশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক এসোসেয়িশন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ, মৈত্রী ফাউন্ডেশন, চট্টগ্রাম সমিতি অব নর্থ আমেরিকা, চিটাগাং রাইজিং অন্যতম।
প্রবাসি সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনক এর সভাপতি এডভোকেট মাহাবুবার রহমান বকুল, সাধারণ সম্পাদক কাজী এম আর খান সেলিমসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।