নিউইয়র্কের কারাগারের দাঙ্গা নিয়ন্ত্রণে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
নিউইয়র্কের কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার ভোরের দিকে। এরপর ৪২ টি স্টেটের কারাগারে বহিরাগতদের সব ধরনের পরিদর্শন বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে আপস্টেট কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার আগে কারাগারের রক্ষীদের ক্রমবর্ধমান ধর্মঘট এবং কয়েদি অস্থিরতার মুখে কারেকশন কর্মকর্তারা নিউইয়র্ক স্টেটের কারাগারগুলিতে বাইরের পরিদর্শন বন্ধ করে দিয়েছেন। ইউনিয়ন কর্মকর্তারা পরে টাইমস ইউনিয়নকে বলেন যে, রক্ষীরা তাদের অবস্থান ছেড়ে পালিয়ে গেছে কারণ তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব করেকশনস অ্যান্ড কমিউনিটি সুপারভিশনের এক মুখপাত্র এক ইমেইল বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার রাতে রিভারভিউ করেকশনাল ফ্যাসিলিটিতে এই ঘটনা ঘটে। রক্ষিরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল।
বিশৃঙ্খলার সময় দু ’জন বন্দী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে কর্তৃপক্ষ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কারাগারটি বন্দিরদের অবস্থান থেকে পুনরুদ্ধার করে। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বার্তায়, স্টেটের কারেকশান বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারাগার পরিদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নিয়ন্ত্রণের বাইরে থাকা বন্দীদের নতুন বিদ্রোহ অগডেনসবার্গের সেন্ট লরেন্স নদীর তীরে একটি মাঝারি-নিরাপত্তা সাইট রিভারভিউ কারেকশন সুবিধাকে আঘাত করে। বন্দী এবং তাদের অফিসারদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে বিশৃঙ্খলার সময় কোনও কর্মী সেখানে আহত হননি বলে জানা যায়।
বন্দীদের বিদ্রোহের পর এরি কাউন্টির কলিন্স কারেকশন কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার প্রায় এক সপ্তাহ পর সর্বশেষ দাঙ্গাটি ঘটে। কারাগারের কর্মীরা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরে ১৫-২০ জন রাত্রিকালীন রক্ষী একটি প্রশাসনিক বিভাগে ফিরে যান। এ সময় বন্দিরা কাঁচ ভাঙে এবং আবর্জনা ফেলতে শুরু করে। যেখানে প্রায় ৫০০ জন বন্দী রয়েছে।