ছাত্রদের ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ
আজকাল প্রতিবেদন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৭ এএম, ১ মার্চ ২০২৫ শনিবার

অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের লক্ষ্যে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ। বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। ১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন। তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’। সংক্ষেপে এনসিপি।
নতুন দলের আহ্বায়ক কমিটির শীর্ষ আট পদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসউদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল¬াহ। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকবেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের সূত্রে এসব তথ্য জানা যায়।
জুলাই আন্দোলনে নেতৃত্বে দেওয়া তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সারা দেশ থেকে আগত কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারের সাবেক আমলা, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্র্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। গণ- অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা নানা শ্রেণি-পেশার নির্যাতিত মানুষ ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশ নেবেন। ইতোমধ্যেই তাদের নতুন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
‘জুলাই স্পিরিট’ সামনে রেখে আগামী প্রজন্মকে কাংখিত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বার্তা দেবেন অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের। এছাড়া হত্যা, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দেবেন তারা। দেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে।
প্রথম পর্যায়ে তরুণ ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এদিন দলের পক্ষ থেকে ১৫১ সদস্যের কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প¬্যাটফর্মের ৫০ শতাংশ করে নেতাদের দলের আহ্বায়ক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় বাইরে থেকে স্থান পাবেন অনেকে। কোর কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা স্থান পাচ্ছেন বলে জানা গেছে। নতুন দলে শীর্ষ দুই পদ ছাড়া অন্যান্য পদে উলে¬খযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকছেন। সেলিব্রিটি নারীরাও নতুন কমিটিতে স্থান পাচ্ছেন। কেন্দ্রীয় কমিটিতে সব ধর্ম, জাতি, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নতুন এ দলের নেতৃত্ব চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের জায়গা পেতে শুরু থেকে আলোচনায় ছিলেন শিবিরের সাবেক নেতারা। তবে শেষ পর্যন্ত তারা নিজেরাই নতুন দল গঠনের প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। আগত ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন মেডিকেল টিম। নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা। সারা দেশ থেকে আগত লাখো কর্মী-সমর্থক বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে-সেজন্য কঠোর অবস্থানে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।