চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০১ এএম, ১ মার্চ ২০২৫ শনিবার

আজ পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে রাতে সেহেরি খেয়ে কাল শনিবার থেকে মাহে রমজানের রোজা শুরু হচ্ছে। ইতোমধ্যে মুসলিম উম্মার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে কাল শনিবার থেকে রোজা শুরুর সম্ভাবনা অনেক বেশি। নিউইয়র্কের বিভিন্ন মসজিদে আজ থেকে শুরু হবে তারাবির নামাজ। গত বছর নিউইয়র্কের কোন কোন মসজিদে তারাবির নামাজ একদিন পর শুরু হয়েছিল। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদেই খতমে তারাবি অনুষ্ঠিত হয়ে আসছে। তারাবির নামাজের মধ্যদিয়ে পবিত্র কোরআন খতম করার এই বিশেষ আয়োজন থাকছে। রমজান মাসে পবিত্র কোরআন নাজেল হয়েছিল বলেই এমাসে কোরআন পাঠ ও তারাবির নামাজে পুরো রমজান মাসে কোরআন খতম করা অনেক বেশি পবিত্র কাজ বলে বিবেচিত হয়। এই মাসেই আছে মহিমাম্বিত এক রাত পবিত্র শবে কদর। রমজানের শেষ ১০ দিনের বেজোর রাতকে সন্ধান করতে বলা হয়েছে। অনেকে ব্যক্তিগতভাবেও এই পবিত্র মাসে কোরআর খতম করে থাকেন। তারাবির নামাজে সুরা তারাবি অনুষ্ঠিত হয় অল্প কিছু মসজিদে। প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কের দক্ষিণ জ্যামাইকার মসজিদ আল কোবায় সেহেরির আয়োজন থাকছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি কাজী এম আর খান সেলিম।
আজ ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবার সম্ভাবনা রয়েছে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে পবিত্র মাহে রমজান। এ বছর পবিত্র রমজান মাস ২৯ দিনের হবার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ।