বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল
গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৯ এএম, ১ মার্চ ২০২৫ শনিবার

বাংলাদেশ সোসাইটির সমন্বয়ে আগামী ১৩ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। সোসাইটির সঙ্গে এ আয়োজনে সার্বিক সহযোগীতায় থাকবে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক সংগঠন। সর্বসম্মতভাবে এ বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্বাচিত হয়েছেন আজকাল সম্পাদক ও প্রকাশক, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং কমিউনিটির প্রিয়মুখ শাহ নেওয়াজ। ডে প্যারেডের চীফ অ্যাডভাইজার হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা গিয়াস আহমেদ।
গত ২৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজন সংস্থাগুলো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো. আলী, সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এন মজুমদার, ব্যবসায়ী নেতা কাজী আজম ও আবুল ফজল দিদারুল ইসলাম, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা’র প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতাউল আলম ও সাধারণ সম্পাদক আশরাফ আলী ।
সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা সবাই মিলে এমন একটা ডে প্যারেডের আয়োজন করব যাতে সবাই বলবে বাংলাদেশের মানুষ সুসংহত। বাংলাদেশের মান মর্যাদা সমুন্নত রাখতে সবাই মিলে এ আয়োজন সুন্দর করতে হবে।
তিনি বলেন, এ আয়োজনে সবার মতামতের ভিত্তিতে ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসাবে নির্বাচিত হয়েছেন আজকাল সম্পাদক ও প্রকাশক, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং কমিউনিটির প্রিয়মুখ শাহ নেওয়াজ।
অনুষ্ঠানের ডে প্যারেডের চীফ অ্যাডভাইজার হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা গিয়াস আহমেদের নাম ঘোষণা করেন ফাহাদ সোলায়মান। তিনি বলেন, আয়োজনে সঙ্গে সম্পৃক্ত ৫০টি সংঠনের মতামতেই গ্র্যান্ড মার্শাল ও চীফ অ্যাডভাইজার মনোনীত করা হয়েছে।