পাহাড়ে শিক্ষকদের উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
বান্দরবানের দুর্গম এলাকার শিক্ষকদের দক্ষতা বাড়াতে সুদূর চট্টগ্রামের পটিয়ার পিটিআইয়ে যেতে হতো। সরকারের সুদৃষ্টিতে কষ্ট লাঘব হয়েছে পাহাড়ি প্রাথমিক শিক্ষকদের। বান্দরবান সদরে নির্মাণ হয়েছে রেইচা প্রাইমারি টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ট্রেনিং সেন্টার। এতে উচ্ছ্বসিত পাহাড়ি শিক্ষকরা।
স্থানীয় সরকার অধিদফতর (এলজিইডি) ১৬ কোটি টাকা ব্যয়ে পিটিআই ট্রেনিং সেন্টার নির্মাণে অবদান রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ফলে সুফল পাচ্ছেন দুর্গম সাত উপজেলা, দুই পৌরসভা ও ৩৩ ইউপির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
জেলা দুর্গম থানচির শিক্ষিকা থুইনাই প্রু মার্মা বলেন, পাহাড়ি মেয়ে হিসেবে চট্টগ্রামের পটিয়ায় যাওয়া অনেক কঠিন ব্যাপার ছিল। চাকরীর শুরুর দিকে অনেকে ভয় ঢুকিয়ে দিয়েছে। বান্দরবানের শিক্ষকদের স্বপ্নের ট্রেনিং সেন্টার সরকার বাস্তবায়ন করেছেন। এ জন্য প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রবীণ-নবীণ সবার জন্য এখন দক্ষতা অর্জনের কাজ সহজ হয়েছে।
রুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ক্য ক্য চিং বলেন, রুমার দুর্গম এলাকা মনজয় পাড়ার ছেলে আমি।পটিয়ায় গিয়ে প্রশিক্ষণ করা কঠিন হত। সেই কঠিন কাজ বান্দরবানে করার সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টসহ সরকারকে ধন্যবাদ জানাই।
রোয়াংছড়ি লাপাইমুখ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মংনু প্রু বলেন, শিক্ষক ও শিক্ষার জন্য বীর বাহাদুরের কাছে দাবি করা লাগে না। তিনি একজন দক্ষ নেতা। সবার মনের অগোচরে থাকা অভাব বুঝা ও বাস্তবায়ন করার ক্ষমতা তার রয়েছে। তার দীর্ঘায়ু কামনা করি।
প্রাইমারি টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিচালিত সার্টিফিকেট ইন এডুকেশন প্রশিক্ষণটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক বছর মেয়াদী প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণে সরকারি, রেজিস্ট্রারি বেসকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ নিয়ে থাকে। প্রশিক্ষণটি কর্মকালীন প্রশিক্ষণ (ইন-সার্ভিস ট্রেনিং)। এ প্রশিক্ষণে শিক্ষক গণ মোট ১৫ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকেন। সি-ইন-এড প্রশিক্ষণে বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ধর্ম শিক্ষা, প্রাথমিক শিক্ষা পরিচিতি, প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং বিভিন্ন দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিশু মনোবিজ্ঞান, শিখন ও ব্যক্তিত্ব বিকাশের মূল্যায়ন, শারিরিক শিক্ষা, চারু ও কারুকলা, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা (নীতি, কৌশল, সংগঠন) ইত্যাদি প্রশিক্ষণ দেয়া হয়।