বুধবার   ১২ মার্চ ২০২৫   ফাল্গুন ২৮ ১৪৩১   ১২ রমজান ১৪৪৬

হোয়াইট হাউসের কাছে অস্ত্রধারীকে সিক্রেট সার্ভিসের গুলি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৭ এএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের সদস্যরা এক অস্ত্রধারীকে গুলি করেছে। রোববার (৯ মার্চ) হোয়াইট হাউসের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে অবস্থান করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দেশটির সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি এক্স-পোস্টে জানান, গুলিতে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

শনিবার স্থানীয় পুলিশ সর্তক করে জানায়, ইন্ডিয়ানা রাজ্য থেকে এক আত্মঘাতী ব্যক্তি সম্ভবত ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে। সে হুমকি তৈরি করতে পারে। এমন খবরে সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউসের খুব কাছে সপ্তদশ ও এফ স্ট্রিটের সংযোগস্থলে সন্দেহভাজন ব্যক্তির গাড়ির অবস্থান শনাক্ত করে।

এক্সে দেওয়া পোস্টে সংস্থাটির মুখপাত্র জানান, পরবর্তীতে অফিসাররা ওই ব্যক্তির নিকটে গেলে সে অস্ত্র বের করে। এ সময় গোলাগুলিতে আহত হন তিনি।

মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি জানান, গোলাগুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে, অস্ত্রধারী ব্যক্তির হামলার উদ্দেশ্য হোয়াইট হাউস ছিল কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।