ইউক্রেন ইস্যু, আজ সৌদি যাচ্ছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:০৩ এএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে এবার সৌদি আরবে ইউক্রেন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে চলেছে মার্কিন প্রশাসন। এ জন্য সোমবারই সৌদি যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি সৌদিতেই থাকবেন। এই সময়ে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুবিওর।
গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ঘিরে দুই রাষ্ট্রনেতার তর্ক-বিতর্ক চরমে পৌঁছায়। এতে আলোচনা ভেস্তে যায়। এক পর্যায়ে হোয়াইট হাউস ছেড়ে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। পরে অবশ্য জেলেনস্কি জানান, ওই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনি ‘অনুতপ্ত’।
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজিও হন তিনি। এরই পরিপ্রেক্ষিতে সৌদিতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী।
রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে দু’দিন আগেই রাশিয়ার পক্ষে সুর নরম করতে দেখা গেছে ট্রাম্পকে। তার মতে, পূর্ব ইউরোপে যুদ্ধ থামানোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করা ইউক্রেনের চেয়ে অনেক বেশি সহজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্বাস করেন বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী। মস্কোর বেশ কিছু সূত্র ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন পুতিনও। তবে এ ক্ষেত্রে বেশ কিছু শর্ত চাপাতে পারে মস্কো। রাশিয়ার প্রসঙ্গে আমেরিকার এই নরম মনোভাবের ফলে ইউক্রেনের ওপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার জন্য চাপ আরও বৃদ্ধি পেয়েছে। অস্বস্তির মাঝেই জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, সৌদিতে আমেরিকার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেন মুখিয়ে রয়েছে। সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট, রয়টার্স, আল-জাজিরা