বুধবার   ১২ মার্চ ২০২৫   ফাল্গুন ২৮ ১৪৩১   ১২ রমজান ১৪৪৬

গাজার বিদ্যুৎ সংযোগও বন্ধ করেছে ইসরায়েল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

এবার গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর আগে উপত্যকাপটিতে ত্রাণ সহায়তা পৌঁছানোর রাস্তা বন্ধ করে দিয়েছিলো তেল আবিব।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

হামাসকে চাপে ফেলে তারা জিম্মি মুক্তির আলোচনায় গতি আনতে চায়।

ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন ভিডিও বার্তায় জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার চেষ্টা হিসেবে তারা সব ধরনের উপায় ব্যবহার করবে। তিনি দাবি করেছেন, যুদ্ধের পর হামাস আর গাজায় থাকতে পারবে না।

ইসরায়েলের এই সিদ্ধান্তকে 'সস্তা ব্ল্যাকমেইল' বলছে হামাস। ইসরায়েলি এমন আচরণের নিন্দাও জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজাত আল-রিশক বলেছেন, ওষুধ, খাবার ও পানির পর এবার গাজার বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত দখলদার গোষ্ঠীর নির্লজ্জ চাপ সৃষ্টির অংশ।'

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে গাজায় খাবার পানি সরবরাহ অনেক কমে আসবে।