ভারতে ইসরায়েলি নারী পর্যটক ধর্ষণ, আতঙ্কে বিদেশিরা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫১ এএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় বিদেশি পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ইসরায়েলি নারীসহ দুই নারী ধর্ষণের শিকার হন এবং একজন উড়িষ্যার বাসিন্দা নিহত হন। এই ঘটনার পর ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান হাম্পি ছেড়ে পালাচ্ছেন বহু বিদেশি পর্যটক।
পর্যটকদের ওপর হামলা ও ধর্ষণ
গত ৬ মার্চ রাতে স্টার গেজিং বা রাতের আকাশে নক্ষত্র দেখার জন্য কয়েকজন পর্যটক একত্রিত হয়েছিলেন। তারা গিটার বাজিয়ে গান গাইছিলেন এবং হাম্পির প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলেন। হঠাৎ তিনজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে এবং পরে দুই নারীকে ধর্ষণ ও পুরুষদের ওপর হামলা চালায়।
কোপ্পাল জেলার পুলিশ সুপার রাম আরাসিদ্দি জানান, হামলাকারীরা পুরুষ পর্যটকদের মারধর করে এবং তাদের মধ্যে দুজনকে খালে ঠেলে ফেলে দেয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন হোমস্টে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং অন্যজন ইসরায়েলি পর্যটক।
অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্ত
পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের রাজ্য মহিলা কমিশন পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে।
পর্যটকদের মধ্যে আতঙ্ক, হোটেল ছাড়ছেন বিদেশিরা
এই হামলার ঘটনার পর থেকে অনেক বিদেশি পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন এবং হাম্পি ছেড়ে যাচ্ছেন। কর্ণাটক ট্যুরিস্ট গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিরুপাক্ষ ভি হাম্পি বলেন, “এই ঘটনার পর ৯০% বিদেশি পর্যটক এলাকা ছেড়ে চলে গেছেন। যারা রয়ে গেছেন, তাদের দলবদ্ধ হয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।”
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এক্স (সাবেক টুইটারে) লিখেছেন, "পর্যটকসহ আমাদের রাজ্যে আসা প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে রাতে বিশেষ টহল চালানো হচ্ছে এবং মাদকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ভারতে বিদেশি পর্যটকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে ঝাড়খণ্ডে ব্রাজিল-স্প্যানিশ নাগরিক এক নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া ২০১৭ সালে গোয়ায় এক বিদেশি তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।
হাম্পির সাম্প্রতিক এই ঘটনায় ভারতের পর্যটন খাত ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সোর্স: বিবিসি বাংলা