জানাজায় লাখো মানুষের কান্না
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪১ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার
মাগুরায় পরিবারের সদস্যদের হাতে ভয়াবহ ধর্ষণ ও পৈশাচিকতার শিকার ৮ বছরের শিশু আছিয়া খাতুনকে বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আছিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দ্রুত এই খবর ছড়িয়ে যায় চারদিকে। তার মৃত্যুতে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। ভেরিফাইড পেইজে শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, শিশুটি বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। দেশে বিদেশে লক্ষ মানুষকে কাঁদিয়ে পরপারে চলে যায় সদা চঞ্চল আছিয়া। ধর্ষণের ওই ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর, দুলাভাই এবং দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা শিশু আছিয়া মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ এবং পৈশাচিকতার শিকার হয়। প্রথমে তাকে সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওইদিন রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে পিআইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আছিয়ার মরদেহ ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়। নিহত শিশু আছিয়ার জানাজা হয়েছে শহরের নোমানী ময়দানে। সন্ধ্যা ৭টায় শিশু আছিয়ার জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। জানাজা পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। জানাজা শেষে আছিয়ার লাশ দাফনের জন্য তার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নেয়া হয়। এ সময় বিচার চেয়ে শহরে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় চরম ভোগান্তি হয় বাস যাত্রীদের।
শিশু আছিয়ার মৃত্যুর খবর দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে সেখানে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা। বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে যায় আছিয়াদের বাড়িতে। পুরো এলাকায় হয়ে পড়ে শোকাচ্ছন্ন।