রোববার   ১৬ মার্চ ২০২৫   চৈত্র ১ ১৪৩১   ১৬ রমজান ১৪৪৬

সম্প্রীতির বন্ধন সোসাইটির ইফতার অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার


 


 
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ইসলামের মূল্যবোধ জাগ্রত করা ও কুরআনের গুরুত্ব তুলে ধরতে রমজান উপলক্ষ্যে কোরআন তোলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করে বাংলাদেশ সোসাইটি।
গত ৯ মার্চ কুইন্সের উডহ্যাভেনের জয়া হলে অনুষ্ঠিত প্রবাসীদের আমব্রেলা সংগঠনের ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এক ছাদের নিচে সব ধর্মের মানুষের আন্তরিক উপস্থিতি কমিউনিটির সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন ও সৌহার্দ্য-সম্প্রীতির উজ্জল নজির।
বাংলাদেশ সোসাইটির সভপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলের মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, কমিউনিটি এক্টিভিস্ট জ্যাকব মিল্টন।
বাংলাদেশ সোসাইটির নবম ইফতার আয়োজন উপলক্ষে জয়া হলের অনুষ্ঠানস্থল সাজানো হয় ইসলামিক আবহে। আনন্দ মুখর পরিবেশে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত উপস্থিত সবাইকে মুগ্ধ করে। নারী-পুরুষ, যুবক ও নতুন প্রজন্মের উপস্থিতিতে পুরো হল ঠিল কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পর্ব। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। ক্বেরাত প্রতিযোগিতা পরিচালনা করেন মোহাম্মদ শহিদুল্লাহ। বিচারক হিসাবে ছিলেন শেখ রফিক আহমদ রেফায়ী, ইব্রাহিম কামারা, হাফীজ আবু তাহের।
প্রতিযোগীতায় বালক গ্রুপে বিজয়ী হয়েছে আব্দুর রহমান সালেহ চ্যাম্পিয়ন, ওয়ালি রাহিম প্রথম রানার আপ এবং তাহিন মাজহারুল ইসলাম দ্বিতীয় রানার আপ।
বালিকা গ্রুপে বিজয়ী হয়েছে সরাবান তহুরা ভূঁইয়া চ্যাম্পিয়ন, সাবিহা আনসারী ফারিয়া প্রথম রানার আপ এবং সাদিয়া সানজিদা দ্বিতীয় রানার আপ ।
এছাড়া হাফেজ গ্রুপে বিজয়ীরা হলেন, মেহেরুন মারিয়াম মুনাওয়ারা চ্যাম্পিয়ন, মুশারফি আলম প্রথম রানার আপ এবং ইয়াহিয়া মিকদাদ দ্বিতীয় রানার আপ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ডা. মিয়া মইনুল ইসলাম, ডা. ওয়াদুদ ভূঁইয়া, আকতার হোসেন, নার্গিস আহমেদ ও মোহাম্মদ রব মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী, সোসাইটির ট্রাস্টি মোস্তফা কামাল পাশা বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, ভাইস প্রেসিডেন্ট ও ইফতার মাহফিলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল ও সমাজকল্যাণ সম্পাদক ও ইফতার মাহফিলের সদস্য সচিব জামিল আনসারী, সাহিত্য সম্পাদক বাবুল আক্তার, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, প্রধান সমন্বয়কারী ও কার্যকরী সদস্য সিদ্দিক পাটোয়ারী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, হাসান খান, আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি একটিভিস্ট ফিরোজ আহমেদ, রাব্বি মোহাম্মদ,জসিম ভুইঁয়া, কাজী আজম, আশারাফুজাজামন, মোহাম্মদ আকন্দ,ফারহানা চ্যেধুরী, নুরে আলম জিকু, লায়ন সাইফুল ইসলাম ও মাওলানা আহমেদ রশীদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বর্তমান সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, কোষাধ্যক্ষ আলিম মিয়া, বিয়ানীবাজার সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, কমিউনিটি নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, জসিম ভূঁইয়া প্রমুখ।
ইফতারের আগে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ছিল গোল্ডেন এজ হোম কেয়ার।