যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৪ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল গত ১২ মার্চ ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ ও মূলধারার রাজনীতিবিদ আব্দুস সহিদ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা মিজানুর রহমান।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সহ সভাপতি মো. জহুরুল ইসলাম ও কাজী তোফায়েল ইসলাম। সার্বিক সহায়তায় ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জাহানারা আহমদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ারা বেগম (মনি), কেন্দ্রীয় সমন্বয় সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, নির্বাহী সদস্য ও প্রাক্তণ সিনিয়র সহ সভাপতি বিজয় সাহা, প্রাক্তণ নির্বাহী সদস্য সোহান আহমদ টুটুল, নির্বাহী সদস্য মিয়া মোহাম্মদ দাউদ, গণেশ ভৌমিক, সুমিত্রা সেন, ইফফাত আরা নীভা ও রুহুন নেছা, জয়নাল উদ্দিন লায়েক, শেখ জামাল হোসেন, রেজা আব্দুল্লাহ, নুরুল ইসলাম মিলন, শাহিন কামালী, তজমুল হোসেন, সৈয়দ রুহুল আলী ও শেখ শফিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা জাহানগীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, নারী নেত্রী মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, কমিউনিটি এ্যাকটিভিষ্ট সাখাওয়াত আলী, অধ্যক্ষ সানা উল্লাহ, এইচ এম ইকবাল, কফিল চৌধুরী, আব্দুর রউফ পাশা, নুরে আলম জিকু, শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মিয়া মো. আলতাফ হোসেন, আবদুর রহমান, শ্যামল কান্তি চন্দ, জামাল আহমেদ, আল মামুন সরকার, আবুল হোসেন, স্বপন মাস্টার সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী।