শনিবার   ১৫ মার্চ ২০২৫   চৈত্র ১ ১৪৩১   ১৫ রমজান ১৪৪৬

খলিলের মুক্তির দাবিতে ট্রাম্প টাওয়ারের সামনে ব্যাপক বিক্ষোভ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৭ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার


কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের নেতা মাহমুদ খলিলকে ডিপোর্ট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ‘আইস পুলিশ’ সদস্যরা খলিলকে গ্রেফতার করার পর আদালতের অস্থায়ি নির্দেশে ডিপোর্ট করা স্থগিত রয়েছে। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, হামাসের পক্ষে কাজ করার কারণে তাকে ডিপোর্ট করা হবে। এদিকে তার মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং প্রতিবাদকর্মীদের নেতা মাহমুদ খলিলের মুক্তির জন্য সমাবেশ করে। বিক্ষোভকারীরা ট্রাম্প টাওয়ারের সামনে একটি ডাইনিং এলাকায় ইসরায়েল বিরোধী এই বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে। নিউইয়র্কে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম ট্রাম্প টাওয়ারের সামনে ছাত্রনেকা মাহমুদ খলিলের মুক্তির দাবিতে এই বিক্ষোভ করেছে।
ট্রাম্প গ্রিল রেস্তোরাঁর বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনিপন্থী গ্রুপ ‘ইহুদি ভয়েস ফর পিস’-এর অন্তত শতাধিক প্রতিবাদকারী লাল শার্ট পরে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা প্লেকার্ড বহন করে। ইহুদি ভয়েস ফর পিস গ্রুপের বিক্ষোভকারীরা কলম্বিয়ার স্নাতক ছাত্র মাহমুদ খলিলের সমর্থনে ট্রাম্প টাওয়ারের ভিতরে বিক্ষোভ করে।
তারা ‘ছাত্রদের বিরুদ্ধে নয়, নাৎসিদের বিরুদ্ধে লড়াই করো’, ‘কখনও মুসলিমদের উপর নিষেধাজ্ঞা নয়’ এবং ‘ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য ইহুদিদের দাবি’ এমন প্লেকার্ড প্রদর্শন করে।