টেসলা গাড়ি কিনে বিপাকে চালাতে পারবেন না ট্রাম্প
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:২৪ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার

টেসলা গাড়ি কিনে বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর গাড়ি চালানোর কোনো অনুমতি নেই। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ঝকঝকে একটি লাল টেসলা গাড়ি কিনেছেন ট্রাম্প। তবে সমস্যা হলো তিনি কোন গাড়িই চালাতে পারবেন না। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্টের গাড়ি চালানোর অনুমতি নেই। নিরাপত্তার স্বার্থেই এই নিয়ম করা হয়েছে বলে মনে করা হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা থেকে ওই গাড়িটি কেনা হয়েছে। ট্রাম্প বলেন, আমি আমার বন্ধু ইলন মাস্কের কাছ থেকে একটি লাল রঙের টেসলা কিনেছি কিন্তু দুর্ভাগ্য হলো আমার গাড়ি চালানোর কোন অনুমতি নেই। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টেরই রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেয়া হয় না। নিরাপত্তার কথা চিন্তা করে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সুরক্ষার জন্য এই নিয়ম জারি করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাদের পরিবারের দায়িত্বে নিয়োজিত থাকে এই আইন-শৃঙ্খলা বাহিনী।
ইলন মাস্কের প্রতি আস্থা ও সমর্থন জানাতে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন টেসলা কেনার কথা জানিয়েছিলেন। শেয়ার বাজারে টেসলার স্টক মূল্যের পতন হওয়ার পর গাড়ি কেনার ঘোষণা দেন তিনি।