মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫   চৈত্র ৪ ১৪৩১   ১৮ রমজান ১৪৪৬

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চান ফরাসি আইনপ্রণেতা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৭ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। ফ্রান্সের পক্ষ থেকে ১৮৮৫ সালে উপহার হিসেবে দেওয়া এই ভাস্কর্য এখন দেশটিতে ফেরত চাওয়ার দাবি তুলেছেন এক ফরাসি আইনপ্রণেতা।

ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান দাবি তুলেছেন, যুক্তরাষ্ট্র আর সেই মূল্যবোধ ধারণ করে না, যার প্রতীক হিসেবে এই মূর্তিটি দেওয়া হয়েছিল।

রবিবার এক জনসমাবেশে রাফায়েল গ্লাকসম্যান বলেন, "স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফিরিয়ে দাও। যুক্তরাষ্ট্রের কিছু মানুষ অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে। এই মূর্তি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারা তা রক্ষা করতে পারছে না।"

তার দাবি, এই মূর্তি আমেরিকাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা সেই মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হচ্ছে। তাই এটি ফ্রান্সে ফিরিয়ে নেওয়া উচিত।

ইতিহাস ও বর্তমান বিতর্ক
১৮৮৫ সালে ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি ডিজাইন করা স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ১৮৮৬ সালের অক্টোবরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। পরবর্তীতে ১৯২৪ সালে যুক্তরাষ্ট্র সরকার এটিকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ হিসেবে ঘোষণা করে।

তবে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কারণে রাফায়েল গ্লাকসম্যান মনে করেন, এই মূর্তিটি এখন যুক্তরাষ্ট্রে থাকার যোগ্যতা হারিয়েছে।

ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বাজেট হ্রাসের সমালোচনা করেছেন গ্লাকসম্যান। তিনি মার্কিন গবেষকদের ফ্রান্সে কাজ করার সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

এই দাবি নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিতর্কটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস