শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫   চৈত্র ২৮ ১৪৩১   ১২ শাওয়াল ১৪৪৬

ব্যাংককে ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৭ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার


 
 
আগামী ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সম্মেলনের প্রস্তুতি চলছে এবং প্রধান উপদেষ্টা এর ফাঁকে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বিমসটেক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুই নেতার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

থাইল্যান্ডে আগামী ৪ এপ্রিল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমস্টেক) সম্মেলনের আয়োজক হবে। সেখানে বাংলাদেশ পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। থাইল্যান্ড ২০২২ সালের ৩০ মার্চ থেকে শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছিল।

বিমসটেকের সদস্য দেশ সাতটি-বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে সম্প্রতি বলেছেন, এবারের শীর্ষ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, এটি বিমস্টেকের ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা নির্ধারণ করবে।