শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫   চৈত্র ২৮ ১৪৩১   ১২ শাওয়াল ১৪৪৬

আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই : ইউনূস

ঢাকা অফিস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৬ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার


 

আওয়ামী লীগকে নিষিদ্ধে অর্ন্তবর্তি সরকারের কোনো পরিকল্পনা না থাকার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি   প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিন পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস প্রতিনিধি দলকে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো দাবির মুখে ভোট স্থগিত করা হবে না।
তিনি বলেন, সরকার নির্বাচন আয়োাজনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে, যা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
প্রধান উপদেষ্টা এর ব্যাখ্যায় বলেন, যদি রাজনৈতিক দলগুলো সীমিত সংস্কারের দাবি জানায় তবে নির্বাচন এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। যদি বড় ধরনের সংস্কার প্রয়োজন হয়, তাহলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
"আমাদের নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কোনো কারণ নেই।"